সংক্ষিপ্ত
গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ ৭৯৫ টি ট্রেনি পদে নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা powergrid.in ওয়েবসাইটে গিয়ে দেখে নিন। ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ট্রেনি পোস্টের জন্য নিয়োগ হবে। নিয়োগ হবে গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ। গ্রিডে নিয়োগ হবে প্রায় ৭৯৫ জন।
পাওয়ার গ্রিড কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। powergrid.in এ গিয়ে বিস্তারিত দেখে নিন। ২২ অক্টোবর থেকে শুরু হল আবেদন পদ্ধতি। আবেদনের শেষ তারিখ ১২ নম্ভেম্বর। লিখিত পরীক্ষা হতে পারে ২০২৫ সালের জন্য জানুয়ারি, ফেব্রুয়ারিতে। পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ পরে জানানো হবে।
শূন্যপদ
৭৯৫ জন ট্রেনি নিয়োগ হবে গ্রিডে। ডিপ্লোমা ট্রেনি (ইলেকট্রিকাল) -এ শূন্যপদ ১০০ টি। ডিপ্লোমা ট্রেনি (সিভিল) ২০ টি পদে। জুনিয়র অফিসার ট্রেনি (HR) নিয়োগ হবে ৪০ জন। জুনিয়র অফিসার (F&A) ট্রেনি নিয়োগ হবে ২৫ জন। অ্যাসিস্ট্যান্ট ট্রেনি নিয়োগ হবে ৬১৯ জন।
আবেদন পদ্ধতি
গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ আবেদন করতে পারেন। নির্দিষ্ট যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। যে কোনও ডিপ্লোমা ট্রেনির ক্ষেত্রে ৩ বছরের জন্য ইঞ্জিনিয়ারিং-র ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। জেনারেল, ওবিসি ও EWS ক্যাটেগরির জন্য ৭০ শতাংশ নম্বর এবং তফসিলি জাতি, তফসিলি জনজাতি ক্যাটেগরির ক্ষেত্রে পাশ মার্ক থাকতে হবে।
যোগ্যতা
জুনিয়র অফিসার ট্রেনি (এইচআর)র ক্ষেত্রের তিন বছরের ফুলটাইম BBA/BBM/BBS ডিগ্রি থাকতে হবে।
জুনিয়র অফিসার ট্রেনি (এফ অ্যান্ড এ)-র ক্ষেত্রে ইন্টার সিএ বা ইন্টার সিএমএ করা প্রার্থী থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (এফ অ্যান্ড এ)-র জন্য জেনারেল, ওবিসি ও EWS ক্যাটেগরির জন্য অন্তত ৬০ শতাংশ নম্বর ও তফসিলি জাতি, তফসিলি জনজাতি ক্যাটেগরির ক্ষেত্রে পাশ মার্ক থাকতে হবে। তবেই আবেদন করতে পারবেন।
আবেদনের খরচ
অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে জেনারেল, ওবিসি ও EWS ক্যাটেগরির জন্য খরচ ২০০ টাকা। অন্য পদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি ও EWS ক্যাটেগরির জন্য খরচ ৩০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি জনজাতি ক্যাটেগরির ক্ষেত্রে কোনও টাকা লাগবে না। তাই দেরি না করে আবেদন করে নিন।