সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ পুলিশে সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৬৮ বছরের মধ্যে বয়স এবং আইনে স্নাতক ডিগ্রিধারী রেজিস্টার্ড আইনজীবীরা আবেদন করতে পারবেন। আগ্রহীরা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেন।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মী নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে, আইন নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা এবার পাবেন চাকরি। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। এই কাজে আগ্রহীরা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেন। জেনে নিন বিস্তারিত।

শূন্যপদ

এবার পুলিশ নয় বরং পশ্চিমবঙ্গ পুলিশে সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ সংখ্যার কথা আপাতত উল্লেখ করা হয়নি। তবে, এই পদে হবে চুক্তি ভিত্তিক নিয়োগ। কাজের সঙ্গে সঙ্গে মেয়াদ বাড়বে কাজের। এমনই উল্লেখ মিলেছে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে।

বয়সের সীমা

সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে আবেদন করতে গেলে বয়সের সীমা আছে। ৬৮ বছরের মধ্যে হতে হবে বয়স। পাশাপাশি তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতক হওয়ার পরে রেজিস্টার্ড লিগ্যাল প্র্যাক্টিশনার বা আইনজীবীও হতে হবে। এছাড়াও নির্দিষ্ট যোগ্যতার কথা উল্লেখ আছে। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে বিস্তারিত জানতে পারবেন।

আবেদন পদ্ধতি

সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে আবেদন করতে হলে নির্দিষ্ট মেল আইডিতে কিছু ডকুমেন্ট পাঠাতে হবে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করতে হবে। এই বিষয় আরও জানতে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে দেখে নিন। তেমনই অফলাইনেও যোগযোগ করতে পারেন। প্রয়োজনীয় ডকুমেন্ট অফলাইনে পাঠান। সেখান থেকে হবে নির্বাচন।

তাই দেরি মা করে আবেদন করুন। রাজ্য পুলিশে কর্মী নিয়োগ হবে শীঘ্রই। এই নির্দিষ্ট যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।