সংক্ষিপ্ত
পশ্চিমবঙ্গে ফুড অফিসার নিয়োগ! চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কীভাবে আবেদন করবেন?
চাকরিপ্রার্থীদের জন্য এবার দারুণ সুখবর দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন! ইতিমধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে।
ফুড ডিপার্টমেন্টে এবার বড় নিয়োগ ঘোষণা করা হল। এবার ফুড অফিসার পদে নিয়োগ শুরু হবে। পিএসসি পরীক্ষার মাধ্যমেই নিয়োগ করা হবে এই পদে।
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গত ১৭ই অগাস্ট একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি এবং ২৩ আগস্ট সম্পূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে ২৩শে আগস্ট থেকে ফুড এসআই নিয়োগের জন্য আবেদন শুরু হবে(WBPSC Food SI Form Fill up)।
ডব্লিউবিপিএসসি ফুড এসআই (WBPSC Food SI) পদে আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে টা এখনো বিস্তারিত ভাবে জানানো হয়নি।
ডব্লিউবিপিএসসি ফুড এসআই পদের জন্য ন্যূনতম যোগ্যতা-
১) প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ তথা ভারতের নাগরিক হতে হবে।
২) যে কোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাশ হলেই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করা যাবে।
৩) প্রার্থীকে বাংলা ভাষা বলতে ও লিখতে জানতে হবে। নেপালি মাতৃভাষার প্রার্থীদের জন্য এর আবশ্যকতা নেই।
কমিশনের পক্ষ থেকে প্রকাশিত কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন অনুসারে জানা যাচ্ছে যে রাজ্য সরকারের খাদ্য দপ্তরে বেশ কিছু ভ্যাকেন্সি তৈরি হয়েছে। যেখানে ‘ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ হতে চলেছে। তবে এই পদে মোট কতজনকে নিয়োগ করা হবে, সেই সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি। এছাড়াও চাকরিপ্রার্থীরা কোন শিক্ষাগত যোগ্যতায় এই পদে আবেদন জানাতে পারবেন, সেই বিষয়ে জানার জন্যও অপেক্ষা করতে হবে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য।