ভারতীয় রেলে টিকিট চেকার, সিটিসি পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ এবং ১৮-৩০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। বিপুল কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে টিকিট চেকার, সিটিসি বা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে কাজের সুযোগ আছে। এই পদে শীঘ্রই হবে নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। বিপুল সংখ্যাক কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল।
যোগ্যতা
টিকিট চেকার, সিটিসি বা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে হবে নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল। উচ্চমাধ্যমিক পাশের পর আপনি আবেদন করতে পারেন এই পদের জন্য। আপনার বয়স ১৮ থেকে ৩০-র মধ্যে হলে আবেদন করতে পারবেন। এসটি, এসসি, ওবিসি প্রার্থীদের জন্য আছে বয়সের ছাড়। দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলে আর পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। তাই বিজ্ঞপ্তিতে প্রকাশ পাওয়া যোগ্যতা আপনার থাকলে দেরি না করে আবেদন করুন।
নিয়োগ পদ্ধতি
সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখান থেকে জানতে পারবেন কীভাবে আপনি আবেদন করবেন। তারপর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে পরীক্ষা নেওয়া হবে। সাধারণ জ্ঞান, অ্যাপটিটিউড, গণিত, সাধারণ ইংরেজি বিষয় পরীক্ষা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পূরণ করতে হবে আরও দুটি ধাপ। লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষা ও নথি যাচাইয়ের মাধ্যমে হবে নিয়োগ। এই সকল পদ্ধতি উত্তীর্ণ হলে মিলবে নিয়োগ পত্র। এই ধরনের চাকরিতে বিভিন্ন শিফটে কাজ করতে হয়। সেই সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে হবে। ফলে কর্মীকে যে কোনও পরিবেশে মানিয়ে নেওয়ার মানসিকতা রাখা প্রয়োজন। তাই এই চাকরিতে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখান থেকে মিলবে আরও জরুরি তথ্য। শীঘ্রই নিয়োগ হবে ভারতীয় রেলে।


