WBPSC-র মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অফিসার পদে ২৫ জন কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ব্যক্তিত্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ২৭ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে সরকারি দফতরে। সরকারি চাকরি পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করে থাকেন প্রার্থীরা। তবে, চাকরির সুযোগ সহজে মেলে না। এবার এল বিরাট সুযোগ। নিয়োগ হবে WBPSC দফতরে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দফতরের পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশ্যে এসেছে বয়সের সীমা, মাসিক বেতন এবং নিয়োগ পদ্ধতি।

শূন্যপদ

WBPSC -র তরফ থেকে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অফিসার পদে হবে নিয়োগ। শূন্যপদ ২৫টি। যে সকল প্রার্থীরা এই পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন হবে ৫৬ হাজার ১০০ থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৪৪ হাজার ৩১০ টাকা।

কী কী যোগ্যতার প্রয়োজন

WBPSC -র তরফ থেকে LDA পদে হবে নিয়োগ। শূন্যপদ ২৫টি। এই সকল পদে আবেদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন। যে সমস্ত সরকারি দফতরে অন্ততপক্ষে ৮ বছর ধরে বেতনক্রম তিন অথবা তার বেশি বেতন ক্রমের পদে কর্মরত রয়েছেন তার আবেদন করতে পারবেন। তবে, ঠিক কী যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তা জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। WBPSC-র ওয়েব সাইট থেকে সম্পূর্ণ জানতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অফিসার পদে ২৫ জন কর্মী নিয়োগ হবে। এই পদে আবেদন করতে ইংরেজি, সংবিধান. সাধারণ জ্ঞান, অডিট অ্যাকাউন্ট এবং সার্ভিস নিয়ম, অঙ্ক, অডিটিং ও অ্যাকাউন্টেন্সি বিষয় লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর হবে ব্যক্তিত্ব পরীক্ষা।

অবেদন পদ্ধতি

অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অফিসার পদে আবেদন করতে পারেন অনলাইনে। http://psc.wb.gov.in ওয়েব সাইটে যান। সেখানে অনলাইনে আবেদন করুন। আবেদনের সময় কয়টি জরুরি নথি দেওয়া প্রয়োজন। আপনার যোগ্যতার সকল সার্টিফিকেট কিংবা চাকরির নথি তো জমা দেবেনই। সঙ্গে আধার কার্ডও জমা দিতে হবে। অনলাইনে সম্পূর্ণ ফর্ম ফিলআপ করে দিন।

আবেদনের তারিখ

অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অফিসার পদে আবেদন করা যাবে অনলাইনে। ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। চলবে ১৩ মার্চ পর্যন্ত।