সংক্ষিপ্ত
আগ্রহীরা ওয়েবসাইট engineersindia.com থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দিল্লির ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (Engineers India Ltd)। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট engineersindia.com থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
EIL Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে। ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ১৪ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জাম দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
EIL Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: দিল্লির ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (Engineers India Ltd)
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেনি
শূন্যপদের সংখ্যা: ৭৫টি
শূন্যপদের বিবরণ-
৭৫টি শূন্যপদের মধ্যে, ৬টি শূন্যপদ কেমিক্যালের জন্য, ৩৫টি শূন্যপদ মেকানিক্যালের জন্য, ১২টি শূন্যপদ সিভিলের জন্য, ১৩টি শূন্যপদ ইলেকট্রিক্যাল এবং ৯টি শূন্যপদ ইন্সট্রুমেন্টেশনের জন্য।
EIL Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীর বয়স ২৫ বছরের বেশি হওয়া উচিত নয়। ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্ব সীমা ২৮ বছর। SC/ST প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর। PWD (সাধারণ) ঊর্ধ্ব সীমার জন্য সর্বোচ্চ বয়স হল ৩৫ বছর। PWD (OBC-NCL) এর জন্য বয়সের ঊর্ধ্ব সীমা ৩৮ বছর এবং PWD (SC/ST) এর জন্য সর্বোচ্চ বয়স সীমা হল ৪০ বছর।
EIL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে বি.ই/বি.টেক ডিগ্রি
প্রার্থীদের উপরে উল্লিখিত শাখাগুলির মধ্যে একটিতে GATE ২০২২ পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।
EIL Recruitment 2022: আবেদন পদ্ধতি
২২ ফেব্রুয়ারী থেকে ১৪ মার্চ, ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদনগুলি জমা নেওয়া হবে৷ প্রার্থীদের নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:
EIL এর অফিসিয়াল ওয়েবসাইটে যান engineersindia.com
'ক্যারিয়ার' বিভাগে যান
নিচে স্ক্রোল করুন এবং 'Apply Now'-এ ক্লিক করুন
একটি নতুন ট্যাব খুলবে, অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন
আবেদনপত্রে আপনার বিবরণ পূরণ করুন ও প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট জমা দিন
ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখতে হবে।
প্রার্থীদের নিয়োগ বিষয়ে আরও অধিক জানতে এই ওয়েবসাইটে https://recruitment.eil.co.in/ যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: প্রকাশিত হতে চলেছে CTET 2021, কীভাবে জানবেন ফল, রইল বিস্তারিত তথ্য
আরও পড়ুন: গ্র্যাজুয়েশন শেষে কোন খাতে বইবে কেরিয়ার, রইল তার সুলুক সন্ধান
আরও পড়ুন: চীনা শিক্ষাব্যবস্থায় লাভবান বাংলাদেশী পড়ুয়ারা, কোন লাভের আশায় চীনে ছুটছেন তাঁরা