সংক্ষিপ্ত
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ মে। মোট ১৫টি শূন্য পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। ৩ বছরের জন্য এই খালি পদগুলিতে কর্মীদের নিয়োগ করা হবে।
এনটিপিসি লিমিটেড বিভিন্ন এক্সিকিউটিভ পদের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে। তার জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন করুন এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in-এ। এই ওয়েবসাইটের মাধ্যমে সহজেই আগ্রহীরা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ মে। মোট ১৫টি শূন্য পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। ৩ বছরের জন্য এই খালি পদগুলিতে কর্মীদের নিয়োগ করা হবে।
NTPC নিয়োগ 2022: শূন্যপদের বিবরণ
এক্সিকিউটিভ (সোলার পিভি)- খালি রয়েছে ৫টি পদ
এক্সিকিউটিভ (ডেটা অ্যানালিস্ট)- খালি রয়েছে ১টি পদ
এক্সিকিউটিভ (ভূমি অধিগ্রহণ/পুনর্বাসন ও পুনর্বাসন)- খালি রয়েছে ৯টি পদ
NTPC নিয়োগ 2022: খালি পদগুলির জন্য পারিশ্রমিক
এক্সিকিউটিভ (সোলার পিভি)-র প্রতি মাসে বেতন ১ লক্ষ টাকা
এক্সিকিউটিভ (ডেটা অ্যানালিস্ট)-র প্রতি মাসে বেতন ১ লক্ষ টাকা
এক্সিকিউটিভ (ভূমি অধিগ্রহণ/পুনর্বাসন ও পুনর্বাসন)-র প্রতি মাসে বেতন ৯০ হাজার টাকা
NTPC নিয়োগ 2022: বয়সসীমা
এক্সিকিউটিভ (সোলার পিভি) বয়স হতে হবে ৪০ বছরের বেশি
এক্সিকিউটিভ (ডেটা অ্যানালিস্ট) বয়স হতে হবে ৩৫ বছরের বেশি
এক্সিকিউটিভ (ভূমি অধিগ্রহণ/পুনর্বাসন ও পুনর্বাসন) বয়স হতে হবে ৩৫ বছরের বেশি
NTPC নিয়োগ 2022: আবেদন ফি
সাধারণ/ইডাব্লুএস/ওবিসি বিভাগের প্রার্থীদের ৩০০ টাকার একটি রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তবে SC/ST/PwBD/XSM বিভাগ এবং মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
NTPC নিয়োগ 2022: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এনটিপিসি। এই সংস্থা ভারতে ৭০ টি স্থান, শ্রীলঙ্কায় ১ টি স্থান ও বাংলাদেশের ২ টি স্থান থেকে কাজ করে। ভারতে সংস্থাটির ৮ টি আঞ্চলিক সদর দফতর রয়েছে। তার মধ্যে দিল্লিতে দুটি দফতর রয়েছে। এছাড়াও, পটনা, ভুবনেশ্বর, লখনউ, সেকেন্দ্রাবাদ, মুম্বই ও রায়পুরে রয়েছে দফতর। এনটিপিসি বর্তমানে ৫৫ টি বিদ্যুৎ কেন্দ্র (২৪ টি কয়লা, ৭ টি সংযুক্ত চক্র গ্যাস/তরল জ্বালানী, ২ টি জল বিদ্যুৎ, ১ বায়ু এবং ১১ টি সৌর বিদ্যুৎ প্রকল্প) পরিচালনা করে। সংস্থাটির যৌথ উদ্যোগ বা সহায়ক সংস্থাগুলির মালিকানা আরও ৯ টি কয়লা ও ১ টি গ্যাস স্টেশন রয়েছে। এটি ভারতের বৃহত্তম বিদ্যুৎ সংস্থা। এনটিপিসি বর্তমানে প্রতি মাসে ২৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে।
আরও পড়ুন- ভারতীয় সেনা বাহিনিতে কাজের সুযোগ, যোগ্যতা দশম ও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ, আজই আবেদন করুন