সংক্ষিপ্ত
- মুম্বইয়ের ধারাভি বস্তিতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ
- সোমবার নতুন করে সংক্রমণের খবর মিলেছে
- এদিন এলাকায় এক করোনা আক্রান্তের মৃত্যুও হয়েছে
- ঘনবসতি পূর্ণ এই অঞ্চলে করোনা মোকাবিলা এক বিরাট চ্যালেঞ্জ
তবে কেবল নতুন করে সংক্রমণ নয় এদিন ধারাভিতে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি নেহেরু চাউল এলাকার বাসিন্দা ছিলেন ফলে এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫।
করোনার গ্রাসে প্রায় অর্দ্ধেক ভারত, দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯ হাজারের গণ্ডি
রাজধানীতে এবার করোনার শিকার একই হাসপাতালের চিকিৎসক সহ ৩ , কোয়ারেন্টাইনে পাঠান হল বাকিদের
করোনায় ধুঁকছে ভারতের অর্থনীতি, ৩৫ শতাংশ বেতন কমিয়ে আশঙ্কা আরও বাড়াল দেশের নামী সংস্থা
ধারাভির করোনা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার জন্য এখন থএকেই এই বস্তিতে অ্যান্টি-ম্যালেরিয়া ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন বিলি করার পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার৷ আক তা হলে মহারাষ্ট্রই হবে প্রথম রাজ্য যে করোনা ঠেকাতে আগে থেকেই হাইড্রক্সিক্লোরোকুইন দিতে শুরু করতে চলেছে৷ এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে সবাইকে এই ওধুষ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার৷
চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ ঠেকাতে আপাতত ব্যবহার করা হচ্ছে হাইড্রক্সিক্লোলোকুইন৷ ধারাভিতে সংক্রমণ রুখতেও সবাইকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার চিন্তা ভাবনা চালাচ্ছে সরকার৷ মহারাষ্ট্র সরকারের এক আধিকারিকের কথায়, আমরা সবাইকে ঢালাও দেব না৷ রিস্ক ক্যাটেগরিতে ভাগ করে ওষুধটি দেওয়া হবে৷ আপাতত কত জনকে কতটা পরিমাণ হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া যায়, তা খতিয়ে দেখছে সরকার৷ প্রস্তাবটি ইতিমধ্যে আইসিএমআর ও কেন্দ্রীয় সরকারকে দিয়েছে মহারাষ্ট্র সরকার৷ সূত্রের খবর, ধারাভি এলাকায় কোয়ারেন্টাইন সেন্টারগুলিতেই এই ওষুধ দেওয়ার পরিকল্পনা চলছে৷
এদিকে সোমবার মহারাষ্ট্রে করোনা সংক্রমণের সংখ্যা ২ হাজারের গণ্ডি ছাপিয়ে গেল। এখনও পর্যন্ত দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে সোমবার নতুন করে ৮২ জনের শরীরে সংক্রমণ মিলেছে। যার মধ্যে ৫৯ জন মুম্বইয়ের বাসিন্দা।