সংক্ষিপ্ত

  • ভয়ানক পরিস্থিতি করোনার দ্বিতীয় ঢেউয়ে 
  • আবারও পরিয়ায়ী শ্রমিকদের জীবনে অন্ধকার 
  • এবার তাদের প্রতি সাহায্যের হাত বাড়ালেন সানি 
  • ১০ পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করলেন তিনি 

২০২০ সালে করোনার প্রথম ঢেউ যখন ভারতের বুকে আঁছড়ে পড়েছিল, সাধারণ মানুষ তখন প্রত্যক্ষ করেছে, পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি। একের পর এক সুপারস্টার থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই সাধ্য মত সাহায্যের হাত বাড়িয়েছিলেন বিপদের দিনে। কাজ  নেই, লকডাউনে বন্ধ সব দোকান পাঠ। এই পরিস্থিতিতে রাস্তায় বসে অনাহারে দিন কাটিয়েছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। 

আরও পড়ুন- দ্রুত কাজ শেষ, অজয় দেবগণের অনুদানের টাকায় প্রস্তুত কোভিড স্পেশ্যাল আইসিইউ  

কেউ কেউ ফিরতে চেয়েছেন পায়ে হেঁটেই নিজের রাজ্য়ে। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটেছে বহু মানুষের। বছর ঘুরতে না ঘুরতেই আবারও সামনে এসে ধরা দিল একই ছবি। রাজধানীতে লকডাউনে। আটকে রয়েছে হাজার হাজার পরিযায়ী শ্রমিক। রাজধানীর বুকে এই ছবি নজরে আসা মাত্রই তৎপর হলেন বলিউড ডিভা সানি লিওনি। পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থা করলেন খাওয়ারের। 

এক এনজিও-র সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগ নিয়েছেন সানি লিওন। ১০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করলেন অভিনেত্রী। সানির কথায়, এই কর্মসূচীর সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত, এটাই সঠিক সময় যখন মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।