সংক্ষিপ্ত
- করোনা রুখতে নয়া ১৯ কনটেইনমেন্ট জোন হাওড়ায়
- এজন্য মঙ্গলবার অবধি বন্ধ রাখা হবে স্থানীয় বাজার
- পুলিশের পক্ষ থেকে গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে
- ' মানুষকে সমস্যায় ফেলছে শাসকদল', কটাক্ষ বিজেপির
করোনা রুখতে নতুন ১৯ টি কনটেইনমেন্ট জোন হাওড়ায়। করোনা সংক্রমণ রুখতে হাওড়া পুরসভার ১৯ টি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে পুরসভা। সেইসব এলাকায় পুলিশের পক্ষ থেকে গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তাতে পুলিশের পক্ষ থেকে ফেস্টুন লাগানো হয়েছে কনটেইনমেন্ট জোন।
আরও পড়ুন, রাজ্য়ে কোভিডে একদিনে মৃত্যু কমে ৩২, ভরা বর্ষায় ডেঙ্গি-ম্যালেরিয়ায় আক্রান্ত একাধিক
শনিবার হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন, ঘুসুড়ির নস্করপাড়া বাজার রবিবার, সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকবে। এছাড়া সালকিয়ার হরগঞ্জ বাজার, বেলুড় বাজার এবং লিলুয়ার রবীন্দ্র মার্কেট সোমবার মঙ্গলবার এবং বুধবার এই তিন দিন বন্ধ থাকবে। এর পাশাপাশি করোনা আবহে এবার থেকে সপ্তাহে সাতদিন এর বদলে ৫দিন কোভিড বিধি মেনে দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। যদি এই আদেশ অমান্য করা হয় তবে দোকানদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। আর তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি রাজ্য কমিটির সদস্য উমেশ রাই।
আরও পড়ুন, ১-২ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই জেলাগুলিতে, পারদ চড়ে অস্বস্তি বাড়ল কলকাতায়
বিজেপি রাজ্য কমিটির সদস্য উমেশ রাই বলেন, যখন গোটা রাজ্যে করাকরি ছিল তখন হাওড়া শহরে বিধিনিষেধের তোয়াক্কা না করে খোলা ছিল সমস্ত দোকান বাজার । যখন গোটা দেশ ও রাজ্যের সংক্রমণে পরিমাণ প্রতিনিয়ত কমছে তখন এ ধরনের কনটেইনমেন্ট জোন করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে শাসকদল । উল্লেখ্য, শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত হয়েছেন, ১ হাজার ৮৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের। এর মধ্যে হাওড়ায় একদিন আক্রান্ত ১১০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৭১১ জন।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা