সংক্ষিপ্ত

  • ত্রাতা রেড ভলান্টিয়ার্সরা 
  • তৃণমূল নেতার শ্বশুরের শেষকৃত্যে তারা 
  • পৌঁছে দিয়েছিল আক্সিজেন সিলিন্ডারও 
  • সৎকারও হল তাদের হাতে 

করোনাভাইরাসের এই সংক্রমণকালে ক্রমশই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে রেড ভলান্টিয়ার্সরা। একার পর আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে নজির তৈরি করছে মানবতার। দলমত নির্বিশেষে সকলের দিকেও রেড ভলান্টিয়ার্সরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রয়োজনে তাঁরা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পিছপা হচ্ছে না। তেমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কালিয়াগঞ্জের বরুণা গ্রামপঞ্চায়েতের দিলালপুর এলাকার বাসিন্দারা। 

'ডেল্টা প্লাস'এর বিপদ, এখনই সাবধান না হলে করোনার তৃতীয় তরঙ্গ আসন্ন বলল বিশেষজ্ঞরা ...

কোভিড লকডাউন আর আর্থিক নিষেধজ্ঞা, দুইয়ের চাপে কি নাজেহাল কিম জং উন ...

তৃণমূল কংগ্রেসের স্থানীয় প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত প্রশান্তকুমার সিংহ রায়। কয়েক দিন আগেই তাঁর শ্বশুর করোভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অবস্থা ক্রমশই অবনতি হয়। এই অবস্থায় খবর পান স্থানীয় রেড ভলান্টিয়ার্সরা। ছুটে যান আক্রান্তের বাড়িতে। মঙ্গলবার রাত ১১টার সময় তাঁরা অমলকুমার সিংহরায়ের বাড়িতে অক্সিজেন সিলিন্ডারও পৌঁছে দেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। সার সাড়ে এগারোটানাগাদ মৃত্যু হয় অমলকুমারের। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃতদের সৎকারে কোনও মানুষই যখন পাসে দাঁড়ায়নি তখন আবারও ত্রাতার ভূমিকায় অবতীর্ন হন রেড ভলান্টিয়ার্সরা।

 জ্বর-সর্দির ভাইরাসে জব্দ কোভিড ১৯, বলছে নতুন গবেষণা .

 আজ সকাল 9 টায় দক্ষিণ লোকাল এর রেড ভলান্টিয়ার্স রামনাথন চৌধুরীর মাধ্যমে খবর আসা মাত্রই সেই মৃতের বাড়িতে পৌঁছে যায় কালিয়াগঞ্জ রেড ভলান্টিয়ার্স (অতনু চ্যাটার্জী , গোপাল দাস , শায়ন সরকার , রিপন পাল , মনোজ পাল , উৎপল বৈশ্য) টিম। মৃতের বডি বাঁধা থেকে শুরু করে সৎকার্য সবটাই রেড ভলান্টিয়ার্সরা  নিজেরই সম্পন্ন করে। তবে এই বিষয়ে তাঁরা কোনও কথাও বলতে রাজি হননি। তাঁরা শুধু বলেছে মহামারিকালে সহযোগিতার হাত তাঁরা বাড়িয়ে দেবেন। পাশে দাঁড়াবেন মানুষের।