সারা বাংলায় কোভিড সংক্রমণ আগের থেকে কমলেও ফের অশনি সংকেত। বাংলায় তিন জনের দেহে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের অস্বিত্ব পাওয়া গিয়েছে। এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মারফত জানা গিয়েছে। এরপরই মুখ খুলেছে স্বাস্থ্য ভবন। তবে এদিকে এখনও চিন্তা বাড়াচ্ছে দৈনিক কোভিড সংক্রমণ নিয়ে উত্তর ২৪ পরগণা। উল্লেখ্য, কোভিডে মৃত্যু আগের থেকে অনেকটাই কমেছে। বুধবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত বড়ে হয়েছেন, ৭০০ এবং মৃত্যু হয়েছে ৬ জনের। চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড চিত্র।