সংক্ষিপ্ত
- দ্য ওভালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা
- দুই দলেই একটি করে আজ পরিবর্তন
- টসে জিতে বোলিং করছে শ্রীলঙ্কা
- এই ম্যাচে শ্রীলঙ্কার জয় পাওয়াটা জরুরি
লন্ডনের দ্য ওভালে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এদিনের এই ম্যাচ শ্রীলঙ্কার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ইতিমধ্যে শ্রীলঙ্কা চারটি ম্যাচ খেলে ফেলেছে। ১টি-তে জয় ও ১টি-তে হার হয়েছে তাদের। কিন্তু, ২টিম্যাচ শ্রীলঙ্কার ধুয়ে গিয়েছে বৃষ্টিতে। ফলে পয়েব্ট টেবিলে এখন অনেকটাই নিচে রয়েছে শ্রীলঙ্কা। পয়েন্ট যেমন শ্রীলঙ্কার কাছে ফ্যাক্টর হয়ে রয়েছে, তেমনি প্রতিযোগিতা যত এগোচ্ছে ততই রান রেটও একটা ফ্যাক্টর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। সুতরাং, অজি-দের বিরুদ্ধে জয় শ্রীলঙ্কা দলকে কিছুটা হলেও স্বস্তিতে রাখবে।
এদিন দ্য ওভালে টসে জয় পায় শ্রীলঙ্কা। কিন্তু, অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। অস্ট্রেলিয়ার তুলনায় শ্রীলঙ্কার বোলিং গভীরতা অনেকটাই কম। সেই কারণে আগে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়ে রান তাড়া করাকেই সুবিধাজনক বলে মনে করছেন করুণারত্নে। এদিন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা দুই দলই দুটি করে পরিবর্তন করেছে। শ্রীলঙ্কা মিডল অর্ডারে ব্যাটিং গভীরতা বাড়াতে দলে নিয়েছে সিরিবর্ধনা-কে। বাদ দেওয়া হয়েছে সুরঙ্গা লাকমলকে। অন্যদিকে অস্ট্রেলিয়া এদিন দলের বাইরে রেখেছে চোট পাওয়া নাথান কুইল্ট্যার-নাইল-কে। তাঁর স্থানে দলে এসেছেন জেসন বেহরেনড্রফ।
শ্রীলঙ্কা দল- দিমুথ করুণারত্নে(অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুসল পেরেরা(উইকেটকিপার), কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলা ম্যাথিউজ, ধনঞ্জয়া ডি-সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, মিলিন্ডা সিরিবর্ধনা, নুয়ান প্রদীপ, লাসিথ মালিঙ্গা
অস্ট্রেলিয়া দল- অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে(উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেসন বেহরেনড্রফ, কেন রিচার্ডসন।
এখন পর্যন্ত খেলার যা খবর তাতে অস্ট্রেলিয়া ১টি উইকেট হারিয়েছে। ৪৮ বলে ২৬ রান করে ডিসিলভা-র বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। অর্ধশতরান থেকে এক রান দূরে ব্যাট করছেন অ্যারন ফিঞ্চ। তবে, এই ম্যাচে যে নুয়ান প্রদীপের উপর শ্রীলঙ্কা নির্ভর করছে, তাকে ভালোমতোই মার দিয়েছেন ওয়ার্নার ও ফিঞ্চ। নুয়ান ৪ ওভারে ২৬ রান দিয়েছেন। লাসিথ মালিঙ্গাও কম যাননি। তাঁর ৪ ওভারে ১৭ রান তুলেছে অস্ট্রেলিয়া।