সংক্ষিপ্ত

 

  • টসে জিতল অস্ট্রেলিয়া
  • আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ফিঞ্চ
  • অজি দলে হল তিনটি পরিবর্তন
  • বাংলাদেশ দলে হল দুটি

বৃহস্পতিবার বিশ্বকাপ ২০১৯-এর ২৬তম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নটিংহামের ট্রেন্টব্রিজের উইকেটে বড় রান ওঠার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন ফিঞ্চ। তাই আগে ব্যাট করে বড় রানর ইনিংস চাপিয়ে দিতে চাইছেন বাংলাদেশের উপরে।

অন্যদিকে বাংলদেশী অধিনায়ক মাশরাফি মোর্তাজা জানিয়েছেন তাঁরাও টসে জিতলে আগে ব্যাটই নিতেন। কিন্তু, গত কয়েকটি ম্যাচে তাঁর দল বাল রান তাড়া করেছে। তাই, পরে ব্য়াট করতে অসুবিধা হবে না।

এদিন বাংলাদেশ গদলে দুটি পরিবর্তন হয়েছে। পুবেল হোসেন এসেছেন প্রথম একাদশে সইফুদ্দিনের জায়গায়। আর সাব্বির রহমান জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেনের জায়গায়।

অস্ট্রেলিয়া দলেও মার্কাস স্টইনিস সুস্থ হয়ে দলে ফিরেছেন। এছাড়া এদিন অজি প্রথম দলে ফিরছেন নাথান কুল্টার নাইল ও অ্যাডাম জাম্পা।

এদিনের প্রথম একাদশ

 

অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যালেক্স কেরি, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লা, সাব্বির রহমান, মেহেদি হাসান, মাশরাফি মোর্তাজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।