সংক্ষিপ্ত
বিশ্বকাপ ২০১৯-এর ফাইনালে টসে জিতল নিউজিল্য়ান্ড। ইংল্যান্ডের বিরুদ্দে আগে ব্য়াট করে নেওয়ার সিদ্ধান্ত নিল। লর্ডস-এর পিচ একেবারে সবুজ। দুই দলই সেমিফাইনালের দল ধরে রেখেছে।
বিশ্বকাপ ২০১৯-এর ফাইনালের মহা গুরুত্বপূর্ণ টস জিতল নিউজিল্যান্ড। লর্ডস-এ একেবারে সবুজ উইকেট। আকাশে রোদ-মেঘের লুকোতচুরি চলছে। টসের আগে সৌরভ গঙ্গোাধ্যায়ের পরামর্শ ছিল আগে ব্য়াট করার। সেই সিদ্ধান্তই নিলেন কেইন উইলিয়ামসন। ব্ল্যাকক্যাপস অধিনায়ক জানালেন পরে বল করাটাই তাঁদের শক্তি। সেখানেই আস্থা রেখেছেন তিনি।
কিন্তু লর্ডসের পিট এত সবুজ এবং আবহাওয়াও মেঘলা, তার উপর দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংরেজ পেসাররায তাই তাদের সিদ্ধান্তচ অনেককেই অবাক করেচে। প্রাক্তন ইংরেজ ক্রিকেটার কেভিন পিটারসেন তো বলে দিয়েছেন দ্রুত চার পাঁচ উইকেট হারাতে পারে কিউইরা।
ইংরেজ অধিনায়ক মর্গান জানালেন টসে জিতলে কি সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন না তাঁরা। কিন্তু, সবুজ পিচ ও মেঘলা আবহাওয়ায় বল করার দিকেই তাঁদের ঝোঁক ছিল।
দুই দলই তাদের সেমিফাইনালের প্রথম একাদশই ধলে রেখেছে। দেখে নেওয়া যাক বিশ্বকাপ ২০১৯-এর ফাইনাল ম্যাচের দুই দলের প্রথম একাদশ -
নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, হেনরি নিকোলস, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, জেমস নিশাম, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
ইংল্যান্ড: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, অইন মর্গান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।