সংক্ষিপ্ত

টসে জিতল দক্ষিণ আফ্রিকা। আগে ব্য়াট করার সিদ্ধান্ত নিল। ভারতীয় দলে নেই শামি, বিজয় শঙ্কর। দক্ষিণ আফ্রিকা খেলছে দুই স্পিনারে।

 

বিশ্বকাপ ২০১৯-এর অষ্টম ম্যাচে টসে জিতল দক্ষিণ আফ্রিকা। আগের দুই ম্যাচে আগে বল করে ডুবতে হয়েছে। চোট-আঘাতে বোলিং শক্তিও কমে গিয়েছে। এই অবস্থায় প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিলেন ডুপ্লেসিস। বিরাট কোহলি জানালেন প্রত্যাশার চাপ অবশ্যই আছে, তবে তা নিয়ে খেলতেই তাঁরা অভ্যস্ত।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় দল খেলছে দুই স্পিনার দুই পেসারে। প্রথমলে নেই মহম্মদ শামি, খেলছএন ভুবনেশ্বর কুমার। অলরাউন্ড পারফরম্যান্স করা সত্ত্বেও রবীর জাদেজাও জায়গা পাননি এদিনের দলে। খেলছেন, কুল-চা জুটি। এছাড়া সব জল্পনার অবসান ঘটিয়ে প্রথম ম্য়াচে খেলছেন কেদার যাদবও। চার নম্বরে খেলছেন কেএল রাহুল। ফলে জায়গা হয়নি বিজয় শঙ্করের।

অপরদিকে দক্ষিণ আফ্রিকা বাধ্য হয়ে এক পেসার দুই স্পিনার ও দুই জোরে বোলিং অলরাউন্ডার নিয়ে খেলছে। তাদের পক্ষে একটিই ভাল খবর প্রথম একাদশে ফিরেছেন আমলা। বাদ যেতে হয়েছে মার্করামকে।
 
দুই দলের এদিনের প্রথম একাদশ


দক্ষিণ আফ্রিকা

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফেহলুকাওইও, ক্রিস মরিস, কাগিসো রাবাডা, ইমরান তাহির, তাব্রাইজ শামসি

ভারত

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা