আবহাওয়া দফতরের পূর্ভাভাস ছিলই। সেমিফাইনালে বাধ সাধল বৃষ্টি। নিউজিল্যান্ড ইনিংসের  ৪৬.১ ওভারে বন্ধ করে দিতে হয় খেলা। ভরতের লক্ষ্য কত হতে পারে জানা গেল। 

আবহাওয়া দফতরের পূর্ভাভাস ছিলই। সেইমতো ভারত বনাম নিউজিল্যান্ড আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর প্রখম সেমিফাইনালে বাধ সাধল বৃষ্টি। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। তাদের ইনিংসের ৪৬.১ ওভার চলাকালীন ঝেঁপে বৃষ্টি নামায় খেলা স্থগিত রাখা হয়েছে। আপাতত নিউজিল্যান্ডের স্কোর ২১১/৫।

বিশ্বকাপ ২০১৯-এর গ্রুপ পর্বের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ ইতিমধ্যেই বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তার মধ্যে অন্যতম ছিল গত ১৩ জুনের নির্ধারিত ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচও। নটিংহামের ট্রেন্টব্রিজে সেই ম্যাচে একটি বলও করা যায়নি। ফের ভারত কিউইদের মুখোমুখি হতেই বৃষ্টির কবলে পড়ল বিশ্বকাপ।

তবে একটাই আশার কথা সেমিফাইনালে একটি অতিরিক্ত দিন রাখা হয়েছে। যদি আজ খেলা আর না শুরু করা যায়, সেই ক্ষেত্রে বুধবার ফের খেলা হবে। আর এদিন নিউজিল্যান্ড আর ব্যাট না করতে পারে, তাহলে হিসেব করা হবে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে। তাতে ভারতের সামনে লক্ষ্য কত দাঁড়াতে পারে, পরিসংখ্যানবিদরা তার একটা তালিকা দিয়েছেন। দেখে নেওয়া যাক সেই অঙ্ক।

Scroll to load tweet…