সংক্ষিপ্ত
- বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত
- নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত লড়াই
- বিরাটদের অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
স্বপ্নভঙ্গ হয়েছে, কিন্তু তা হয়েছে হার না মানা লড়াইয়ের পর। আর সেই কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও একসুরে ভারতীয় দলের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহল গান্ধী।
আরও পড়ুন- জাদেজাই ভুল প্রমাণ করে দিলেন! নাম না করেই শাস্ত্রীকে ঠুকলেন দাদা
নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালেই শেষ হয়েছে বিরাট কোহলিদের বিশ্বকাপ অভিযান। মাত্র ১৮ রানের ব্যবধানে এই হার মেনে নিতে কষ্ট হচ্ছে ভারতীয় সমর্থকদের। যদিও ম্যাচ শেষে বিরাট এবং তাঁর ছেলেদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, 'একটা হতাশাজনক ফল, কিন্তু একবারে শেষ মুহূর্ত পর্যন্ত টিম ইন্ডিয়ার লড়াকু মনোভাব দেখে ভাল লাগছে। ভারত গোটা টুর্নামেন্টে ভাল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং করেছে, যা নিয়ে আমরা খুবই গর্বিত।'
কোহলিদের হতাশ না হতে বলে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, হার-জিত খেলারই অঙ্গ। তিনি লিখেছেন, 'জয় এবং পরাজয় জীবনের অঙ্গ। ভবিষ্যতের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই।'
অনেকটা একই সুর ধরা পড়েছে রাহুলের টুইটেও। দিনভর অমেঠীতে ব্যস্ত থাকলেও ভারত- নিউজিল্যান্ড সেমিফাইনালে চোখ ছিল কংগ্রেস সাংসদের। বিরাটদের হারের পরে রাহুল টুইটারে লেখেন, 'আজ কোটি কোটি মানুষের হৃদয়ভঙ্গ হয়েছে। টিম ইন্ডিয়া- তোমরা দুরন্ত লড়াই করেছো। আমাদের ভালবাসা এবং সম্মান তোমাদের প্রাপ্য।'
একই সঙ্গে কষ্টার্জিত জয়ের জন্য এবং ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য নিউজিল্যান্ড দলকেও অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধী। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ধোনি- জাদেজাদের এই মরিয়া লড়াইটাই হয়তো ভারতীয় সমর্থকদেকর প্রাপ্তি।