সংক্ষিপ্ত
সিএসকে (CSK) টানা তিনটে ম্যাচে হার চেন্নাইয়ের। আইপএল ২০২২ (IPL 2022) চবাকালীন নতুন বিতর্কে নাম জড়া চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির (MS Dhoni)। অখুশি মাহি ভক্তরা।
সময়টা ভালো যাচ্ছে না এমএস ধোনির। আইপিএল ২০২২-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর নতুন ক্যাপ্টেন করা হয় রবীন্দ্র জাদেজাকে। কিন্তু যে দল গতবারের চ্যাম্পিয়ন তাদের টানা তিন ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ধোনির অধিনায়কত্ব ছাড়া নিয়েও উঠছে প্রশ্ন। এরইমধ্যে আরএ একটি বিষয় নিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন সিএসকে অধিনায়ক। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম মরসুম শুরু হওয়ার আগে ধোনির একটি বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিল 'অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া'। নির্দেশ মত বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই সংস্থা। এই প্রথম নয়, এর আগেও বিজ্ঞাপন বিতর্কে নাম জড়িয়েছে মহেন্দর সিং ধোনির। ২০১৩ সালে একটি ম্যাগাজিনে হিন্দু দেবতা বিষ্ণুর ছবিতে ধোনির মুখ লাগানো তৈরি হয়েছিল বিতর্ক। ফৌজদারি মামলা পর্যন্ত হয়েছিল। এত বছর পর ফের বিজ্ঞাপনের বিতর্কে এমএসডি।
আইপিএল ২০২২ শুরুর আগে একটি বিজ্ঞাপন খুব জনপ্রিয় হয়েছিল। যেখানে বাস ড্রাইভারের ভূমিকায় দেখা গিয়েছিল এম এস ধোনিকে। ধোনির বাস ড্রাইভার লুকস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বিজ্ঞাপনে দেখানো হয়,'বাস চালাতে চালাতে ব্যস্ত রাস্তার মধ্যে হঠাৎ বাসটিকে থামিয়ে দেন ড্রাইভার মাহি। এরপর যাত্রীদের বলেন জানলা দিয়ে পাশের টেলিভিশনের দোকানের দিকে তাকাতে। সেখানে তখন দেখানো হচ্ছে আইপিএল। সবাই খেলা দেখতে থাকেন। এক ট্র্যাফিক পুলিস এসে ধোনিকে জিজ্ঞাসা করলে তিনি জানান,আইপিএল-এর সুপার ওভার চলছে। তাঁর কথা শুনে কিছু না বলে সেই পুলিসকর্মীও সেখান থেকে চলে যান।' বিজ্ঞাপনটি দর্শকরা খুবই পছন্দ করলেও আপত্তি রয়েছে 'কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটি'-র। যেখান থেকেই তৈরি হয় বিতর্ক। ট্রাফিক আইন ভেঙে খেলা দেখার বিষয়টি মেনে নিতে পারছে না তারা।
সংস্থার তরফে জানানো হয়েছে ধোনির মত কোনও ব্যক্তি যদি এমনভাবে ট্রাফিক আইন ভাঙার বিজ্ঞান করেন তাহলে সাধারণ জনমানসের মধ্যে ভুল বার্তা যাবে। ‘কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটি’ অভিযোগ, এই ধরনের বিজ্ঞাপন রাস্তায় চলাচলের ক্ষেত্রে সুরক্ষা নিয়ে মানুষকে ভুল ধারণা দিতে পারে। সকলে ভেবে নিতে পারেন ট্রাফিক আইন সহজেই ভাঙা যায়। এরপর আইপিএল ও প্রস্তুতকারী সংস্থাকে নোটিস পাঠানো হয় ‘কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটি’-র তরফে। নির্দেশ দেওয়া হয় ২০ এপ্রিলের মধ্যে সরিয়ে ফেলতে হবে বিজ্ঞাপনটি। যেই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে বলেই খবর। ফলে বাস চালকের ভূমিকায় ধোনির বিজ্ঞাপন আর দেখা যাবে না।
আরও পড়ুনঃআইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত হাফ সেঞ্চুরি করেছেন যেই ক্রিকেটাররা, দেখে নিন তালিকা
আরও পড়ুনঃকেকেআর তারকা প্যাট কামিন্সের বিলাসবহুল বাংলো, তার অন্দরমহল দেখলে অবাক হবেন