সংক্ষিপ্ত
২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২২ (Asia cup 2022)। তার আগে জেনে নিন প্রতিযোগিতার সম্পূর্ণ সূচি (Full Fixture), ৬টি দলের পুরো স্কোয়াড (6 team squad), কোথায় দেখবেন খেলা যাবতীয় বিষয়।
১৯৮৪ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে প্রথমবার শুরু হয়েছিল এশিয়া মহাদাশের ক্রিকেটের শ্রেষ্ঠত্ব নির্ধারণ করতে এশিয়া কাপ। দেখতে দেখতে প্রতিযোগিতার ১৪টি আসর হয়ে গিয়েছে। ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতার ১৫তম আসর। এখনও পর্যন্ত মোট ৭ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। ভারতের পরে এশিয়া কাপে সব থেকে বেশি সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা। তারা মোট ৫ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়া কাপে মোটে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও তাদের ভাগ্যে ট্রফি জোটেনি। আসন্ন টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি২০ ফর্ম্যাটে। মোট ৬টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।
২৭ অগাস্ট এশিয়া কাপ ২০২২ -এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফহানিস্তান। ভাররতী দল তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ২৮ অগাস্ট। আর প্রথম ম্য়াচেই টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ চিরপ্রতীদ্বন্দ্বী দেশ পাকিস্তান। প্রতিযোগিতার পুরো সূচি প্রকাশ অনেক দিন আগেই করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এবার ভারত ও পাকিস্তান দলকেই এশিয়া কাপ জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে। দুই দলই যদি ফাইনালে ওঠে তাহলে আগামি কয়েক দিনে পরপর তিনবার ভারত-পাকিস্কান মহারণ দেখার সুযোগ মিলবে গোটা ক্রিকেট বিশ্বের।
এক ঝলকে দেখে নিন এশিয়া কাপে দলগুলির স্কোয়াড-
ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ ও আবেশ খান।
পাকিস্তান দল-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফাখার জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নাওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহনাওয়াজ দাহানি ও উসমান কাদির।
শ্রীলঙ্কা দল –
দাসুন শনাকা (অধিনায়ক), ধানুষ্কা গুনাথিলাকা, পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিথ আশালঙ্কা (সহ-অধিনায়ক), ভানুকা রাজাপক্ষে (উইকেটকিপার), আশেন বান্দারা, ধনঞ্জয় ডি'সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফ্রি ভানদেরসে, প্রবীণ জয়াবিক্রমে, দুষ্মন্ত চামেরা, বিনুরা ফার্নান্দো, চামিকা করুণারত্নে, দিলশন মধুশঙ্কা, মাথিশা পাথিরানা, দীনেশ চান্ডিমাল (উইকেটকিপার), নোয়ানিন্দু ফার্নান্দো, কাসুন রাজিথা।
বাংলাদেশ দল-
শাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, সইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান এবং তাসকিন আহমেদ।
আফগানিস্তান দল-
মহম্মদ নবি (ক্যাপ্টেন), নাজিবউল্লাহ জাদরান, আফসর জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হাশমতউল্লাহ শাহিদি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নবীন উল হক, নূর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শিনওয়ারি।
হংকং দল-
বাবার হায়াত, হামিদ খান, আইজাজ খান, আরশাদ মহম্মদ, কিঞ্চিৎ শাহ,নিজাকত খান (অধিনায়ক), ইয়াশিম মুরতাজা, স্কট ম্যাখেইন (উইকেট রক্ষক),জিশান আলি (উইকেট রক্ষ), আফতাব হুসেন, আহান ত্রিভেদী, আলিয়ান জাহির মহম্মদ, আতিক ইকবাল, আয়ূশ শুক্লা, বিলাল আখতার,দেবাং রাজীব বুলসারা, ধনঞ্জয় রাও, এশা খান, হাসান খান মহম্মদ, মহম্মদ ঘাজানফার, মহম্মদ ওয়াহিদ, ওয়াজিদ শাহ।
এক ঝলকে দেখে নিন এশিয়া কাপের সূচি-
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ অগস্ট (শনিবার), গ্রুপ বি, দুবাই।
ভারত বনাম পাকিস্তান: ২৮ অগস্ট (রবিবার), গ্রুপ এ দুবাই।
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ অগস্ট (মঙ্গলবার), গ্রুপ বি, শারজা।
ভারত বনাম হংকং: ৩১ অগস্ট (বুধবার), গ্রুপ এ, দুবাই।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), গ্রুপ বি, দুবাই।
পাকিস্তান বনাম হংকং: ২ সেপ্টেম্বর (শুক্রবার), গ্রুপ এ, শারজা।
বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার), সুপার ৪, শারজা।
এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), সুপার ৪, দুবাই।
এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সুপার ৪, দুবাই।
বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার), সুপার ৪, দুবাই।
ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়, দুবাই।
কোথায় দেখবেন খেলা-
এশিয়া কাপ ২০২২ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে। এছাড়া ভারতে অনলাইন লাইভ স্ট্রিমিং দেখো যাবে ডিজনি প্লাস ও হটস্টার। পাকিস্তানে পিটিভি স্পোর্টস এবং টেন স্পোর্টসের টুর্নামেন্টের সম্প্রচারের অধিকার রয়েছে।
আরও পড়ুনঃএশিয়া কাপের ইতিহাসে প্রথম ৫ উইকেট শিকারী, তালিকায় নেই কোনও ভারতীয় বোলার