সংক্ষিপ্ত

  • গত ২৮ অগাস্ট আইপিএলে থাবা বসায় করোনা
  • আক্রান্ত হন চেন্নাই সুপার কিংসের ১৩ জন সদস্য
  • বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে
  • ফের মারণ ভাইরাসে থাবা ভারতের কোটিপতি লিগে
     

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাডছে না আইপিএলের। ফের ভারতের কোটিপতি লিগে থাবা বসাল করোনা ভাইরাস। সংবাদ সংস্থা এএনআইয়ের দাবি, এবার করোনা আক্রান্ত হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক মেডিক্যাল অফিসার। এই খবর প্রকাশ্যে আসার পরই ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে আইপিএল। একের পর এক যেভাবে আইপিএলে ক্রমাগত থাবা বসাচ্ছে বিশ্ব মহামারী ভাইরাস, তাতে প্রতিযোগিতা কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুনঃ'দিদি' তো বটেই, ইস্টবেঙ্গলের আইএসএল খেলার কারিগর 'দাদাও'

আইপিএল শুরু কয়েকদিন আগে প্রতিযোগিতার মেডিক্যাল অফিসার খোদ করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন। আক্রান্ত অফিসারের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে এক আধিকারিক আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। এক বিসিসিআই আধিরাকিরক বলেছেন,'হ্যাঁ সত্যিই বোর্ডের এক মেডিক্যাল অফিসারের করোনা হয়েছে। তবে চিন্তার কোনও কারণ নেই। ওই আধিকারিক উপসর্গহীন। তাঁকে আইসোলেশনে রাখা আছে। এখন পুরোপুরি সুস্থ আছেন। আশা করি পরের রাউন্ডের পরীক্ষায় ওঁর রিপোর্টও নেগেটিভ আসবে।'

আরও পড়ুনঃজেনে নিন আইপিএলের সবথেকে কালো অধ্যায় সম্পর্কে, যা নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে

আরও পড়ুনঃমা হওয়ার একমাসের মধ্যেই হট অবতারে নতাসা,নেট দুনিয়ায় ধরালেন আগুন

গত ২৮ অগাস্ট প্রথমবার আইপিএলে থাবা বসায় করোনা ভাইরাস। চেন্নাই সুপার কিংসের ২ প্লেয়ার সহ ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। আপাতত তারা আইসোলেশনে রয়েছেন। তারপর মঙ্গলবার ফের রুটিন করোনা পরীক্ষা হয় আইপিএলের সঙ্গে যুক্ত প্রত্যেকের। তাতে চেন্নাইয়ের ওই ১৩ জন বাদে বাকি সব ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্ত ১৩ জনেরও শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বিসিসিআইয়ের মেডিক্যাল অফিসার করোনা আক্রান্ত হওয়ায় ফের গ্রাস করেছে আতঙ্ক।