আইপিএল ২০২১-এর (IPL 2021) প্রথম প্লে অফ। দুবাইতে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ম্য়াচ জিতে সরাসরি ফাইনালে উঠতে মরিয়া এমএস ধোনি (MS Dhoni)ও ঋষভ পন্থের (Rishabh Pant)দল। টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত সিএসকের (CSK)।

আইপিএল ২০২১-এর (IPL 2021) প্রথম প্লে অফে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মহারণ। মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্লে অফের লড়াইয়ে একদিকে আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক, তিন বারের চ্যাম্পিয়ন এমএসডি (MS Dhoni)। অপরদিকে, সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে আজ আইপিএলের প্লে অফে খেলে নজির পন্থের। লিগ টেবিলের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌছেছে ঋষভ পন্থের (Rishabh Pant) দল। অপরদিকে, দ্বিতীয় দল হিসেবে প্লে অফে এমএস ধোনির দল। আইপিএলের লিগ পর্বে দুই পর্বের সাক্ষাতেই চেন্নাইকে মাত দিয়েছে দিল্লি। আজকের ম্য়াচে জিতে ফাইনালে উঠতে মরিয়া দুই দল।

Scroll to load tweet…

দুবাইয়ের মাঠে প্লে অফে টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা আগে বলেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিন টস ভাগ্য সাথ দিল সিএসকে অধিনায়ক এমএস ধোনির। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। দুবাইয়ের পিতে প্রথমে কিছুটা সুবিধা পায় পেসাররা। পরের দিকে সাহায্য পান ব্যাটসমানরা। ডিউ ফ্যাক্টরের সুবিধা নিতেও এমন সিদ্ধান্ত ধোনির।এছাড়াও টার্গেট দেখে চেজ করার স্ট্র্যাটেজি সাজাতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিএসকে অধিনাক। চেন্নাই সুপার কিংস দলে কোনও পরিবর্তন হয়নি। তবে দিল্লি দলে একটি পরিবর্তন হয়েছে। রিপল প্যাটেলের বদলে দলে সুযোগ পেয়েছেন ব্রিটিশ অলরাউন্ডার টম কুরান।

Scroll to load tweet…

আজ দিল্লি প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছেন শিখর ধওয়ান, পৃথ্বি শ, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ (উইকেট রক্ষক ও অধিনাক), টম কুরান, শিমরন হেটমায়ার। দলে অলরাউন্ডারের ভূমিকায় অক্ষর প্য়াটেল। বোলিং লাইনআপে রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আবেশ খান, আনরিখ নকিয়া। সিএসকে ব্য়াটিং লাইনআপে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, রবি উথাপ্পা, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্রাভো। এছাড়া বোলিং লাইনআপে জোস হ্যাজেলউড, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

YouTube video player