বৃহস্পতিবার আইপিএল ২০২১-(IPLO 2021)- এ শারজায় মহারণ। এমএস ধোনির (MS Dhoni) সিএসকে (CSK) বনাম কেন উইলিয়ামসনের (Kane Williamson) এসআরএইচ (SRH)। ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ধোনির। 

আজ আইপিএলে লিগ টেবিলের ফার্স্ট বয় বনাম লাস্ট বয়ের লড়াই। একদিকে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। অপরদিকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে নীচে থাকা কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে এই মেগা ম্য়াচ। শেষ ম্যাচে রাজস্থানকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অরেঞ্জ আর্মি। অপরদিকে শেষ ম্য়াচে কেকেআরের কেছে হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া লিগ টপার সিএসকে।

Scroll to load tweet…

আজকের মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিয়েছে এমএস ধোনির। শারজার স্লো টার্নিং উইকেটে টসে জেতেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। শারজার স্লো উইকেটে বিপক্ষকে কম রানে আটকে রেখে টার্গেট দেখে ব্য়টিং পরিকল্পনা সাজানোর জন্যই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এছাড়া রাতের দিকে শারজায় ডিউ ফ্যাক্টরের সুবিধা নিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এমএসডি। আজকের ম্যাচে সিএসকে দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে। স্যাম কারণের জায়গায় দলে ফিরেছেন ডোয়েইন ব্রাভো। অপরদিকে সানরাইজার্স দলে কোনও পরিবর্তন হয়নি।

Scroll to load tweet…

আজকের ম্যাচে সিএসকে দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্রাভো। এছাড়া বোলিং লাইনে রয়েছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জস হ্যাজেলউড। সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে রয়েছেন জেসন রয়, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), প্রিয়ম গর্গ ,অভিষেক শর্মা। দলে অলরাউন্ডারের ভূমিকায় আবদুল সামাদ ও জেসন হোল্ডার। এছাড়া বোলিং লাইনআপে রয়েছেন রাশিদ খান, ভূবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল।

YouTube video player