সংক্ষিপ্ত
আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস (CSK vs PBKS)। জয়ে ফিরতে মরিয়া মায়াঙ্ক আগরওয়াল ও রবীন্দ্র জাদেজার দল।
আইপিএলের সুপার সানডে মেগা ফাইাট। মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস। দুই কিংসের দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। আইপিএল ২০২২-এর শুরুটা খুব একটা ভালো হয়নি গতবারের চ্যাম্পিয়নদের। প্রথম দুটি ম্য়াচে কেকেআর ও দ্বিতীয় ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছে রবীন্দ্র জাদেজার দলকে। অপরদিকে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল মায়াঙ্ক আগরওয়ালের দল। প্রথম ম্যাচে আরসিবিকে হারালেও দ্বিতীয় ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারতে হয়েছে পঞ্জাবকে। রবিবারের ম্য়াচে একদিকে যেমন চেন্নাই সুপার কিংস মরসুমের প্রথম জয় পেতে মরিয়া, অপরদিকে কেকেআর ম্য়াচের হার ভুলে জয়ে ফিরতে মরিয়া পঞ্জাব কিংস।
সিএসকের লক্ষ্য মরসুমের প্রথম জয়-
২০২১ আইপিএলে যে চেন্নাই সুপার কিংসের খেলা সকলেই প্রশংসা করেছিল, সেই সিএসকে যেন এবার সেউ ২০২২০ সালের ছায়া। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টানা ২ ম্যাচ হেরে যথেষ্টই চাপে। আজ হারলে নেমে যেতে হবে লিগ টেবিলের একেবারে শেষে। কেকেআরের বিরুদ্ধে ব্যাটি লাইনআপ ফেল করলেও, লখনউয়ের বিরুদ্ধে ব্য়াটিং লাইন ফর্মে ফেরে। কিন্তু ২১০ রানের বিশাল লক্ষ্য নিয়েও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছিল রবীন্দ্র জাদেজার দলকে। তবে গতবার আইপিএলের সর্বোচ্চ স্কোরার রুতুরাজ গায়কোয়াড়ের ব্য়াটে এখনও রান নেই। বোলিং লাইনআপে শেষ ম্য়াচে সফল বলতে গেলে একমাত্র প্রিটোরিয়াস। ফলে পঞ্জাব ম্য়াচে নামার আগে অনুশীলনে কোচ স্টিফেন ফ্লেমিং দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছে। আজকের ম্য়াচে জয়ে ফিরতে মরিয়া ৪ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
জয়ে ফিরতে মরিয়ে পঞ্জাব কিংস-
পঞ্জাব কিংস প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে ২০৫ রানের বিশাল টার্গেট চেজ করে জয় পয়েছিল। কিন্তু কেকেআরের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল সেই ব্য়াটিং লাইনআপ। বোলিং লাইনআপকে নিয়েও কার্যত ছেলে খেলা করে কেকেআরের আন্দ্রে রাসেল। ফলে তৃতীয় ব্যাটিং-বোলিং দুই বিভাগকে নিয়েই আলাদা করে কাজ করেছে কোচ অনিল কুম্বলে। সিএসকের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে মায়াঙ্ক, ধওয়ান, রাজাপকসা, লিভিংস্টোন, শাহরুখ খানরা নেটে যথেষ্ট ঘাম ঝরিয়েছেন। রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিংরাও গত ম্য়াচের ধাক্কা ভুলে পারফর্ম করতে মরিয়া। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ে ফেরার বিষয়ে বদ্ধপরিকর মায়াঙ্ক আগরওয়ালের দল।
পিচ রিপোর্ট-
ব্রেবোর্ন স্টেডিয়ামের পিচ সাধারণত বোলার এবং ব্যাটসম্যান উভয়কেই সহায়তা করে। ছোট বাউন্ডারি হওয়ায় দ্রুত আউটফিল্ডের কারণে এখানে হাইস্কোরিং ম্য়াচ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে শিশির সমস্যার কথা মথায় রাখতে হবে। কারণ যেই দল পরে ব্য়াটিং করবে তারা বেশি সহায়তা পাবে পিচ থেকে।
ম্য়াচ প্রেডিকশন-
সিএসকে ও পঞ্জাব দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলতেই ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। দলে ব্যাটি-বোলিং বিভাগের সামগ্রিক তুলনা করলে দুই দলই সমান শক্তিশালী। কিন্তু যেহেতু টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে সব ম্যাচে, তাই আজকের ম্যাচেও যেই দল জিতবে তাদের জয়ের সম্ভাবনা বেশি বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃহট বিকিনি লুক থেকে নির্মল সৌন্দর্য, কেকেআরের ১০ ক্রিকেটারের বউ ও বান্ধবীরা ঘুম উড়িয়ে দেবে
আরও পড়ুনঃপঞ্জাব কিংস অধিনায়কের স্ত্রী-র রূপ হার মানাবে বলি সুন্দরীদের, দেখুন ছবি