সংক্ষিপ্ত
আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস (CSK vs PBKS)। জয়ে ফিরতে মরিয়া মায়াঙ্ক আগরওয়ালের দল। অপরদিকে প্রতিযোগিতা তৃতীয় জয়ের লক্ষ্যে রবীন্দ্র জাদেজার দল।
একটি দলটি সাতটি ম্য়াচের মধ্যে ৩টিতে জিতে রয়েছে লিগ টেবিলের ৮ নম্বরে। অপর দল সাতটি ম্য়াচের মধ্যে ২টিতে জিতে রয়েছে লিগ টেবিলের ৯ নম্বরে। শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে জয় ছাড়া উপায় নেই দুই দলের কাছে। এমনই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় সোমবার আইপিএল ২০২২-এর আরও এক মেগা ফাইটে মুখোমুখি হতে চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস। শেষ দুটি ম্য়াচে হারতে হয়েছে মায়াঙ্ক আগরওয়ালের দলকে। অপরদিকে শেষ ম্য়াচে মুম্বইকে হারিয়ে মরসুমের দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে রবীন্দ্র জাদেজার দল। এই পরিস্থিতিতে আজকের ম্য়াচে জিততে মরিয়া দুই দল। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। আজকের ম্যাচে দুই দলের প্রথম একাদশ কী হবে তা নিয়েও কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। দেখে নিন চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পঞ্জাব কিংস দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে থাকছেন মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধওয়ান। মিডল অর্ডারে খেলবেন ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন। উইকেট রক্ষক ব্য়াটসম্যান হিসেবে পঞ্জাব দলে খেলবেন জিতেশ শর্মা। দলে অলরাউন্ডারের জায়গায় খেলবেন শাহরুখ খান, বেনি হোওয়েল। ফলে একাধিক অলরাউন্ড অপশন থাকছে মায়াঙ্ক আগরওয়ালের কাছে। স্পিন অ্যাটাকে থাকছেন তারকা লেগ স্পিনার রাহুল চাহার। পঞ্জাবের পেস বোলিং লাইনআপে পেস অ্যাটাকে খেলবেন কাগিসো রাবাডা, অর্শদীপ সিং ও বৈভব অরোরা।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-
পঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে থাকতে চলেছেন রুতুরাজ গায়কোয়াড় ও রবিন উথাপ্পা। দলের মিডল অর্ডারে খেলবেন আম্বাতি রায়ডু। সিএসকে দলে একাধিক অলরাউন্ড অপশন থাকছে। অলরাউন্ডার হিসেবে খেলবেন শিবম দুবে, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, ডোয়াইন প্রিটোরিয়াস। দলে উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান হিসেবে খেলবেন এমএস ধোনি। সিএসকের স্পিন অ্যাটাকে রয়েছে অধিনায়ক জাদেজার পাশাপাশি মহেশ থিকসানা ওমিচেল স্যান্টনার। দলের পেস বোলিং অ্যাটাকে খেলতে পারেন মুকেশ চৌধুরীর। সঙ্গে অলরাউন্ডার বিভাগের ডোয়াইন ব্রাভো, ডোয়াইন প্রিটোরিয়াস ও শিবম দুবে রয়েছে।
প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সিএসকে ও পঞ্জাব দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। যারা একার হাতেই ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। তবে দুই দলের ব্য়াটি-বোলিং বিভাগের সামগ্রিক শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে কিছুটা এগিয়ে মায়াঙ্ক আগরওয়ালের দল। সাম্প্রতিক ফর্মের নিরিখেও একই জায়গায় রয়েছে দুই দল। তাই আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যেই দল টস জিতবে তাদেরই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ'বোনের' সঙ্গে প্রেম-রোম্য়ান্স তারপর বিয়ে, তালিকায় তিন আইপিএল তারকা সহ ৮ ক্রিকেটার