সংক্ষিপ্ত

  • ক্রিকেটে অনেক ঘটনা ঘটে
  • এবার আজব ঘটনা ইংল্যান্ডে
  • ছয় মেরে দুঃখ প্রকাশ ব্যাটসম্যানের
  • অপরদিকে আনন্দ প্রকাশ বোলারের

বিশাল ছক্কা হাকানোর পর ব্যাটসম্যানের উচ্ছ্বাস প্রকাশটাই স্বাভাবিক। কারণ ছয় মারার মজাটাই যে আলাদ। একইসঙ্গে উল্টোদিকে কোনও ব্যাটসম্যান বোলারকে ছক্কা মারলে তার হতাশ হওয়াটাও স্বাভাবিক। কিন্তু অবাক করা কাণ্ড ঘটল ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে। যেখানে বিশাল ছয় মারার পরও মাথায় হাত দিয়ে দুঃখে বে পড়লেন ব্যাটসম্যান। অপরদিতে ছয় খেয়ে উচ্ছ্বসিত বোলার সহ গোটা ফিল্ডিং টিম। এর কারণটা জানলে হেসে উঠবেন আপনিও।

ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট হ্যালিফ্যাক্স ক্রিকেট লিগের দল ইলিংওয়ার্থ সেন্ট মেরির সঙ্গে খেলা ছিল সয়ার্বি সেন্ট পিটার্সের। ম্যাচে ব্যাটিং করছিলেন সেন্ট ম্যারি। ক্রিজে ছিলেন আসিফ আলি নামে এক ব্যাটসম্যান। ম্যাচ চলাকালীন স্কোয়ার লেগের উপর থেকে তিনি একটি বিশাল ছক্কা হাঁকান। কিন্তু সেই ছয় মারার পরও মাথায় হাত দিয়ে বসে পড়েন আসিফ আলি। কারণ সেই বল গিয়ে উড়ে পড়ে পার্কিং জোনে তার গাড়িতে। গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। আর হাসিতে ফেটে পড়েন বোলার সহ ফিল্ডাররা।

 

 

এই মজাদার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় সেন্ট ম্যারি ক্লাবের পক্ষ থেকে। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।  ছয় মেরেও ব্যাটসম্যানের দুঃখ পাওয়া ও বোলারদের আনন্দ পাওয়ার মজাদার ভিডিওতে মজেছে নেটিজেনরা। 


YouTube video player