সংক্ষিপ্ত

  • আইপিএল নিয়ে আরও স্পষ্ট বার্তা দিলেন ব্রিজেশ পটেল
  • আইপিএলের আয়োজনের ভেন্যু নিয়েও খুললেন মুখ
  • জানালেন আইপিএলের সম্ভাব্য ক্রীড়াসূচি সম্পর্কেও
  • বিসিসিআই আইপিএল আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত
     

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের পর আইপিএল আয়োজনের তোরজোর শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জোরকদমে চলছে সেই প্রস্তুতি। শুধু বোর্ড কর্তারাই নয়, টি২০ বিশ্বকাপ স্থগিতের খবর মিলতেই নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। আরব আমিরশাহিকে আইপিএলের আয়োজনের বিসিসিআই এগিয়ে রাখলেও, সরকারিভাবে কিছু জানানো হয়নি বোর্ডের তরফে। অপরদিকে, আইপিএলের সম্ভাব্য ২৬ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত জানা গেলেও সেই ক্ষেত্রেও সরকারি শিলমোহর এখনও দেয়নি বিসিসিআই। ফলে অল্প বিস্তর জল্পনা চলছিলই। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে আইপিএল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল।

আরও পড়ুনঃআজ সুপ্রিম কোর্ট ঠিক করবে প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাগ্য

আরও পড়ুনঃপদ্ম শিবিরে যোগ দিলেন মেহতাব হোসেন, বললেন 'বিজেপি ধর্মনিরেপক্ষ দল '

এক সাক্ষাৎকারে ব্রিজেশ পটেল জানিয়েছেন,'শ্রীলঙ্কা নয়, সংযুক্ত আরব আমিরশাহিতেই হবে টুর্নামেন্ট। সরকারের অনুমতির জন্য আবেদনও করা হয়েছে।' আইপিএলের সম্ভাব্য ক্রীড়াসূচি নিয়ে ব্রিজেশ পটেল জানিয়েছেন,'সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক করেনি বোর্ড। তবে আগামী সপ্তাহের মধ্যে আইপিএলের ক্রীড়াসূচি নির্ধারণ করা হবে।' একইসঙ্গে আইপিএলের ফর্ম্যাট নিয়ে তিনি জানান,'আগামী এক সপ্তাহ বা দশদিনের মধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক বসবে। সেই বৈঠকেই আমাদের পরবর্তী পরিকল্পনা ঠিক হবে। আমরা ৬০ ম্যাচের পূর্ণাঙ্গ আইপিএল করতে চাইছি। অর্থাৎ প্রতিবছরের মতো প্রতিটি দলের বিরুদ্ধে হোম, অ্যাওয়ে দুই লেগে খেলবে প্রতিটি দল। ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যেই নিজেদের মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে।' আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেলর বক্তব্য থেকে পরিষ্কার যে আইপিএল আয়োজনের জন্য পুরোপুরি তৈরি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আরও পড়ুনঃ২৫ জুলাই বিশ্ব জুড়ে মিলিত হচ্ছে মেরিনার্সরা, হবে সবুজ-মেরুণের আইলিগ জয় সেলিব্রেশন