সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মঙ্গলার মুখোমুখি গুজরাট টাইটানস ও পঞ্জাব কিংস (GT vs PBKS)। একদিকে জয়ে ধারা ধরে রাখা লক্ষ্য হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে জয়ে ফিরতে মরিয়া মায়াঙ্ক আগরওয়ালের দল।
একটি দল আইপিএল ২০২২-এ নতুন দল হলেও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ৯টি ম্য়াচের মধ্যে ৮টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। শেষ চারের টিকিটও প্রায় পাকা হয়ে গিয়েছে। অপরদিকে আরেকটি দল নিলামে ভালো স্কোয়াড গড়লেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে ব্যর্থ হচ্ছে। ৯টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। একদিকে যেখানে জয়ে ধারা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী গুজরাট, অপরদিকে জয়ে ফিরতে মরিয়া পঞ্জাব। আজকের ম্য়াচে দুই দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। ম্যাচের আগে দেখে নিন গুজরাট টাইটানস বনাম পঞ্জাব কিংস ম্য়াচের সম্ভাব্য একাদশ।
গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ-
পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটানসের প্রথম একাদশের ব্যাটিং লইনআপে ওপেনিংয়ে থাকতে চলেছেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা। দলের মিডল অর্ডারে থাকতে পারেন ডেভিড মিলার। দলে একাধিক অলরাউন্ডার রয়েছে গুজরাট টাইটানসের। এরপর থাকছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রাহুল তেওয়াটিয়া। দুই জনেই ব্যাটিং-বোলিংয়ে পারদর্শী। এছাড়া লোয়ার মিডল অর্ডারে ব্য়াটিংয়ে থাকছেন সাই সুদর্শন। দলের স্পিন অ্যাটাকে থাকছেন আফগান তারকা রাশিদ খান। পেস অ্যাটাক ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি, কিউই তারকা লকি ফার্গুসন ও ক্যারেবিয়ান পেসার আলজারি জোসেফ ও প্রদীপ সাঙ্গোয়ান।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-
গুজরাট টাইটানসের বিরুদ্ধে পঞ্জাব কিংস দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে থাকছেন মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধওয়ান। মিডল অর্ডারে খেলবেন ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টো। উইকেট রক্ষক ব্য়াটসম্যান হিসেবে পঞ্জাব দলে খেলবেন জিতেশ শর্মা। দলে অলরাউন্ডারের জায়গায় খেলবেন ঋষি ধওয়ান। স্পিন অ্যাটাকে থাকছেন তারকা লেগ স্পিনার রাহুল চাহার। পঞ্জাবের পেস বোলিং লাইনআপে পেস অ্যাটাকে খেলবেন কাগিসো রাবাডা, অর্শদীপ সিং ও সন্দীপ শর্মা।
প্রসঙ্গত, গুজরাট টাইটানস ও পঞ্জাব কিংস ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। হার্দিক পান্ডিয়া ও গুজরাট টাইটানস দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। যারা নিজেদের একার ক্ষমতায় ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। দুই দলের শক্তি-ভারসাম্য-গভীরতা বিচার করলে খাতায় গুজরাট ও পঞ্জাব একই জায়গায় রয়েছে। তবে সাম্প্রতিক ফর্মের নিরিখে পঞ্জাব কিংসের থেকে অনেকটাই এগিয়ে গুজরাট টাইটানস। ফলে আজকের ম্য়াচে হার্দিক পান্ডিয়ার দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃGT vs PBKS- গুজরাট টাইটানস বনাম পঞ্জাব কিংস, হার্দিক ও মায়াঙ্কের দ্বৈরথে কে করবে বাজিমাত
আরও পড়ুনঃরাসেলের সঙ্গে উদ্দাম যৌনতা, প্রথম গর্ভবতী হয়ে কী করেছিলেন কেকেআর তারকার বউ, দেখুন ছবি