সংক্ষিপ্ত
- ফের আরও এক নিয়ম বদল করল আইসিসি
- আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নিয়ম বদল
- অভিষেকের জন্য বয়স সীমা বেঁধে দিল আইসিসি
- নতুন নিয়ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নান মহলে
বিশ্ব ক্রিকেটে সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটেছিল পাকিস্তানের হাসান রাজার। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকের সময় বয়স ছিল মাত্র ১৪ বছর ২২৭। তার আগে সেই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখল্। ভারতীয়দের মধ্যে সবথেকে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ক্ষেত্রে এখনও সেই রেকর্ড ধরে রেখেছে ন মাস্টার ব্লাস্টার। সচিনের অভিষেক ঘটেছিল ১৬ বছর ২০৫ দিনে। ১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের ববিরুদ্ধে। কিন্তু এবার থেকে চাইলেই যে কোনও বয়সের ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা যাবে না। সে ক্ষেত্রে নতুন বয়সের নিয়মের সীমা বেঁধে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। শুধু তাই নয়, কোনও কম বয়সী ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় নামানোর আগে অনুমতি নিতে হবে সেই দেশের সমশ্লিষ্ট ক্রিকেট বোর্ডকে। অনুমতির মেলার পরই বিশ্ব ক্রিকেটে অভিষেক করতে পারব ওই ক্রিকেটার।
আরও পড়ুনঃবাবার প্রয়াণেও দেশে ফিরছেন না মহম্মদ সিরাজ, দেশকেই প্রাধান্য ভারতীয় ক্রিকেটারের
আইসিসি’র তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি পরিস্কার করে দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিকেট এবং খেলোয়াড়দের স্বার্থেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ন্যূনতম বয়স বেঁধে দেওয়া হচ্ছে। এই নিয়ম পুরুষদের ক্রিকেট, মহিলাদের ক্রিকেট তো বটেই অনূর্ধ্ব-উনিশ পর্যায়েও প্রযোজ্য হবে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ক্ষেত্রে নয়া নিয়মে বলা হয়েছে যে, এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ন্যূনতম বয়স হতে হবে পনেরো। তবে জটিল কোনও পরিস্থিতিতে কোনও দেশ যদি অনূর্ধ্ব–১৫ কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক ঘটাতে চায়, তা হলে সেই দেশের বোর্ডকে ICC’র কাছ থেকে অগ্রিম অনুমোদন নিতে হবে। অর্থাৎ আগামিদিনে কেবলমাত্র পারফরম্যান্সের জোরেই অনূর্ধ্ব–১৫ কোনও ক্রিকেটারের নিজের জাতীয় দলের অভিষেক হবে না। প্রয়োজন পড়বে আইসিসি’র অনুমোদনের। আর ওই খেলোয়াড়ের মানসিকতা-সহ একাধিক বিষয় খতিয়ে দেখার পরই তার খেলা বা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। যদিও আঅসিসির এই নিয়ম নিয়ে নানা মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যোগ্যতাই কেনও একমাত্র মাপকাঠি হবে না আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য তা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃতৃতীয় সন্তানের বাবা হলেন এবি ডিভিলিয়ার্স, দুই পুত্রের পর ঘর আলো করে এল কন্যা সন্তান