বুধবার ভারত ও নিউজিল্যান্ডের (India vs New Zealand ) প্রথম টি২০ (T20)ম্য়াচ। জয়পুরে মুখোমুখি  হবে রোহিত শর্মা (Rohit Sharma) ও টিম সাউদির (Tim Southee)  দল। জয় দিয়ে সিরিজ শুরু করতে মরিয়া দুই দল। ম্য়াচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। 

টি ২০ বিশ্বকাপের ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন এসেছে। টি২০ দলের অধিনায়কত্ব বিরাট কোহলি ছাড়ার পর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন রোহিত শর্মা। অপরদিকে,রবি শাস্ত্রী পরবর্তী সময়ে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। কোহলি, বুমরা, শামি, জাদেজাদের মত তারকা প্লেয়াররা বিশ্রামে থাকায় সুযোগ পেয়েছেন একাধিক নতুন প্লেয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ দিয়ে নতুন অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করাই লক্ষ্য নতুন ভারত অধিনায়ক ও কোচের। 

Scroll to load tweet…

জয়পুরে খেলা হচ্ছে আজকের ম্য়াচ। রাতের খেলা হওয়ায় শিশির সমস্যা থাকবেই। ফলে আজকের ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। কারণ দুই দলের অধিনাকের লক্ষ্য ছিল টস জিতে প্রথমে বোলিং করার। আর সম্পূর্ণ সময়ের টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচেই টস ভাগ্য সাথ দিল রোহিত শর্মার। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি হিটম্য়ান। প্রতিপক্ষকে কম রানে আটকে রেকে অথবা রান দেখে চেজের রণনীতি ঠিক করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। একইসঙ্গে রাতের দিতে ডিউ ফ্যাক্টরের সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক। দীর্ঘ দিন পর ভারতের মাঠে ক্রিকেট ময়দানে ফিরেছে দর্শক। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সম্পূর্ণ না হলেও মাঠে ফিরে প্রিয় তারকাদের খেলা দেখার সুযোগ মেলায় খুশি ক্রিকেট প্রেমিরা।

Scroll to load tweet…

এদিনের ম্য়াচে ভারতীয় দলে অভিষেক হয়েছে আইপিএলে কেকেআরের হয়ে অনবদ্য পারফর্ম করা ভেঙ্কটেশ আইয়রের। এছাড়া দলে ফিরেছেন শ্রেয়স আইয়র, দীপক চাহার , মহম্ম সিরাজ, অক্ষর প্য়াটেলরা। আজকের ম্য়াচে ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন- রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়র, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন,ভুবনেশ্বর কুমার ও দীপক চাহার। অপরদিকে, নিউজিল্যান্ড দলেও একাধিক পরিবর্তন হয়েছে। প্রথম একাদশে রয়েছেন মার্টিন গাপটিল, ডায়ার্ল মিচেল, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, টড অ্যাস্টেল, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

YouTube video player