সংক্ষিপ্ত
- রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ী ভারত
- অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারালেন কোহলিরা
- ভারতের হয়ে বড় রান ধাওয়ান, কোহলি, রাহুলের
- বল হাতে ম্যাচ জেতালেন কুলদীপ- জাদেজা
ঘরের মাঠে সম্মানের লড়াই ছিল রাজকোটে। ম্যাচ হারলেই ভারতের মাটিতে পর পর দুটো ওয়ান ডে সিরিজ জিতে জেতেন স্মিথ- ওয়ার্নাররা। তার উপর প্রথম ম্যাচেই দশ উইকেটে বিশ্রী হারের জ্বালাটা ছিলই। তাই মুম্বাইয়ের ভুল ত্রুটি শুধরে নিয়ে রাজকোটেই চেনা ছন্দে টিম ইন্ডিয়া। যার ফলে দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে সিরিজ ১-১ করে ফেলল ভারত। তিন ম্যাচের সিরিজে শেষ হাসি বিরাট কোহলি নাকি অ্যারন ফিঞ্চ হাসবেন, তা ঠিক হবে বেঙ্গালুরুতে।
এ দিন রাজকোটে প্রবল চাপ নিয়েই মাঠে নেমেছিল ভারত। ফের একবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতের হয়ে দুরন্ত শুরু করেন রোহিত শর্মা- শিখর ধাওয়ান জুটি। প্রথম উইকেটেই ওঠে ৮১ রান। রোহিত ফিরলেও টলানো যায়নি গব্বরকে। অস্ট্রেলিয়াকে দেখলেই যেন জ্বলে ওঠে ধাওয়ানের ব্যাট। এ দিনও ৯০ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁ হাতি ওপেনার। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। দ্বিতীয় উইকেটে ধাওয়ান- কোহলি জুটিটে ১০৩ রান ওঠে। আগের ম্যাচের ভুল সংশোধন করে এ দিন চেনা তিন নম্বরেই ব্যাট করতে নামেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন- আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হলেন রোহিত, জিতলেন বিরাট, চাহারও
এ দিন ফের একবার জ্বলে ওঠে ভারত অধিনায়কের ব্যাট। ৭৬ বলে ৭৮ রান করেন তিনি। কিন্তু পাঁচ নম্বরে নেমে ভারতের স্কোর সাড়ে তিনশোর কাছে নিয়ে যান কে এল রাহুল। ৫২ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ কার্যত অস্ট্রেলিয়ার হাতের বাইরে নিয়ে যান তিনি। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪০ রান তোলে ভারত।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। শামির বলে এক হাতে দুরন্ত ক্যাচ ধরে ওয়ার্নারকে ফেরান মায়াঙ্ক আগরওয়াল। এর পর স্মিথ এবং ফিঞ্চ জুটি অস্ট্রেলিয়ার হয়ে পাল্টা প্রত্যাঘাত করেন। ব্যক্তিগত ৩৩ রানের মাঠায় অজি অধিনায়ককে ফেরান রবীন্দ্র জাদেজা। এর পর অস্ট্রেলিয় ক্রিকেটের নতুন তারকা লাবুশানেকে সঙ্গে নিয়েই শামি, কুলদীপদের পাল্টা আক্রমণ করেন স্টিভ স্মিথ। ওয়ান ডে- তে প্রথমবার ব্যাট করতে নেমে লাবুশানেও নিজের জাত চেনান। দু' জনে মিলে তৃতীয় উইকেটে ৯৬ রান তোলেন।
একটা সময় যখন খেলাটা কোহলিদের হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন ফের কোহিলকে স্বস্তি দেন স্যর জাদেজাই। একত্রিশতম ওভারে তাঁর বলেই ফেরেন লাবুশানে। এর পরে আটত্রিশতম ওভারে ভারতের জয় কার্যত নিশ্চিত করে দেন কুলদীপ যাদব। এক ওভারেই পর পর অ্যালেক্স ক্যারি এবং স্টিভ স্মিথকে (৯৮) ফেরান তিনি। ক্যারিকে আউট করে একদিনের ক্রিকেটে শততম উইকেটটি তুলে নেন কুলদীপ। এর পরে অজি ইনিংস শেষ করতে বিশেষ বেগ পেতে হয়নি শামি- সাইনিরা। পর পর দু' বলে প্যাট কামিন্স এবং অ্যাশটন টার্নার-কে ফেরান শামি। ৪৯.১ ওভারে ৩০৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৩ উইকেট নেন মহম্মদ শামি, দু'টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা এবং নবদীপ সাইনি।