সংক্ষিপ্ত

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে। বিরাট  কোহলির (Virat Kohli)দলের দ্বিতীয় ইনিংস শেষ ১৭৪  রানে। ডিন এলগারের (Dean Elgar) দলের টার্গেট ৩০৪ রান।
 

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) সেঞ্চুরিয়নে (Centurion)প্রথম  টেস্টের চতুর্থ দিনের খেলাতেও অব্যাহত বোলারদের দাপট। কাগিসো রাবাডা (Kagiso Rabada), মার্কো জানসেন (Marco Jansen)ও লুঙ্গি এনগিডির (Lungi Ngidi)আগুনের বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করতে ব্যর্থ হল ভারতীয় দল। সঙ্গে পিচের অসমান বাউন্সের কারণে ব্যাটসম্যানদের স্বাভাবিক ব্য়াটিং করাটাও যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যায় চতুর্থদিনে। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় মাত্র ১৭৪ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ এদিন ৩৪ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।  প্রোটিয়াদের হয়ে চারটিকরে উইকেট নেন কাগিসো রাবাডা ও মার্কো জানসেন। এছাড়া ২টি উইকেট নেন লুঙ্গি এনগিডি। দ্বিতীয় ইনিংসে বড় রান করতে না পারলেও,  প্রথমইনিংসের ১২০ রানের লিডের সৌজন্যে সেঞ্চুরিয়ন টেস্টে ডিন এলগারের (Dean Elgar) দলকে ৩০৪ রানে চ্য়ালেঞ্জিং টোটাল দিয়েছে বিরাট কোহলির দল (Virat Kohli)।

প্রসঙ্গত, বক্সিং ডে টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। ওপেনিংয়ে দুরন্ত ব্যাটিং করেন দুই ওপেনার কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। কেএল রাহুলের ১২৩, মায়াঙ্ক আগরওয়ালের ৬০, অজিঙ্কে রাহানের ৬০ ও বিরাট কোহলির ৩৫ রানের সৌজন্যে ৩২৭ রান করে ভারত। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন লুঙ্গি এনগিডি। রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে নিয়মতি ব্যবধান উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমরা অর্ধশতরান ছাড়া কেউ বড় রান করতে পারেনি। ১৯৭ রানে শেষ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নান মহম্মদ শামি। প্রথম ইনিংসে মহামূল্যবান ১৩০ রানের লিড পায় ভারতীয় দল। তৃতীয় দিনের খেলার শেষে ভারতীয় দলের স্কোর ছিল১৬ রানে ১ উইকেট। প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন মায়াঙ্ক আগরওয়াল। ক্রিজে ছিলেন কেএল রাহুল ও নাইট ওয়াচ ম্যান শার্দুল ঠাকুর।

চতুর্থ দিনে সকাল থেকেই সেঞ্চুরিয়নের অসমান উইকেট দাপট দেখাতে শুরু করে প্রোটিয়া পেসাররা। কোনও বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি। পিচে 'জুজু' থাকলেও বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে, ঋষভ পন্থরা ভুল শট সিলেকশনের কারণে উইকেট ছুড়ে দিয়ে আসেন। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন চেতেশ্বর পুজারা। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান করেন ঋষভ পন্থ। তাছাড়া ভারতীয় ব্যাটিং লাইনআপে কেএল রাহুল ২৩, রাহানে ২০, কোহলি ১৮, পুজারা ১৬ রান করেন।  মাত্র ১৭৪ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে লিডের সৌজন্যে ৩০৪ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকাক। চতুর্থ ও পঞ্চম দিন মিলে মোট ১৪৯ ওভার সময় পাবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেঞ্চুরিয়নের উইকেটে এই টোটাল চেজ করা খুবই চ্যালেঞ্জিং হবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।