সংক্ষিপ্ত
ইংল্যান্ডে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচের আগে সুখবর। করোনা মুক্ত হলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ থেকে দলে ফেরার সম্ভাবনা।
প্রথমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার। তারপর ২০ দিনের ছুটি কাটাতে গিয়ে আবার দলে করোনা ভাইরাসের থাবা। সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের। অবশেষে ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট দলে সুখবর। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে স্বস্তিও ফিরল ভারতীয় ক্রিকেট দলে। কারণ করোনা মুক্ত হলেন ভারতীয় তারকা উইকেট রক্ষক ব্যাটসম্য়ান ঋষভ পন্থ।
গত ১৫ জুলাই প্রথমে জানা যায় ভারতীয় দলে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। একজন ক্রিকেটারও কোভিড পজেটিভ। পরে জানা যায় করোনা আক্রান্ত ক্রিকেটারের নাম ঋষভ পন্থ। প্রাথমিকভাবে মনে করা হয় ওয়েম্বলিতে খেলা দেখতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন পন্থ। যার ফলে দলের সঙ্গে ডারহ্যামে যেতে পারেননি ভারতীয় উইকেট রক্ষক। লন্ডনে এক বন্ধুর বাড়িতে আইসোলেশনে ছিলেন। তবে শারীরিক অবস্থা একেবারেই স্থিতিশীল ছিল। খুব কম সময়ের মধ্যেই কোভিডকে হারিয়ে জয়ী হলেন ঋষভ পন্থ।
সুস্থ হলেও ২০ জুলাই থেকে শুরু হতে চলা কাউন্টি চ্যাম্পিয়নশিপের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্য়াচে তাকে পাওয়া যাবে বলে ধরে নেওয়া হচ্ছে। এএকটি প্রস্তুতি ম্যাচ খেললেও পন্থ নিজেকে অনেকটা রিকবার করতে পারবে। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের লম্বা টেস্ট সিরিজে পন্থকে ধরেই যাবতীয় পরিকল্পনা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মাঠে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন ঋষভ পন্থও।