সংক্ষিপ্ত
আজ কমনওয়েলথ গেমসে (Commnwealth Games 2022) ক্রিকেটে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) মেগা ফাইট। প্রথমে ব্যা
ট করে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে গেল বিসমাহ মাহরুফের দল। ভারতের টার্গেট ১০০ রান।
কমনওয়েলথ গেমসে দ্বিতীয় টি২০ ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত বোলিং করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মাত্র ৯৯ রানে অলআউট হয়ে গেল বিসমাহ মাহরুফের দল। বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় খেলা। ২০ ওভারের ম্যাচ কমিয়ে করা হয় ১৮ ওভারে। ম্য়াচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক দল। নির্ধারিত ১৮ ওভারে সব উইকেট হারিয়ে ৯৯ রান করে পাকিস্তান। পাক দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন মুনিবা আলি। এছাড়া ১৮ রান করেন আলিয়া রিয়াজ ও ১৭ রান করেন বিসমাহ মাহরুফ। তিনটি রান আউট হয় পাক দলে। ভারতের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন স্নেহ রানা ও রাধা যাদব। এছাড়া একটি করে উইকেট নেন রেণুকা সিং, মেঘনা সিং ও শেফালি ভার্মা।
এদিন ইনিসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। যার ফলে চাপে পড়ে যায় পাক দল। একটি অর্ধশতরানের পার্টনারশিপ ছাড়া কোনও বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি পাকিস্তান ব্যাটসম্যান। ০ রানে প্রথম উইকেট পড়ে। খাতা না খুলেই মেঘনা সিংয়ের বলে আউট ইরম জাভেদ। এরপরইনিংসের রাশ ধরেন মুনিবা আলি ও বিসমাহ মাহরুফ। দুজন মিলে ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। বেশ কিছু অনবদ্য শটও খেলেন দুজনে। অর্ধশতরানেরপার্টনারশিপও গড়েন তারা। ৫০ রানেই দ্বিতীয় উইকেট পড়ে পাকিস্তানের। ব্যক্তিগত ১৭ রান করে স্নেহ রানার বলে আউট হন বিসমাহ মাহরুফ। পার্টনারশিপ ভাঙতেই সাজঘরে ফেরেন মুনিবাও আলি। ৫১ রানে তৃতীয় উইকেট পড়ে পাকিস্তানের। ৩২ রান করে স্নেহ রানার বলে আউট হন তিনি।
এরপর আর কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। ৬৪ রানে চতুর্থ উইকেটের পতন হয়। ১০ রান করে রেণুকা সিংয়ের বলে আউট হন আয়েশা নাসিম। তরপর ৮০ রানে পড়ে পঞ্চম উইকেট। ওমেইমা সোহেল ১০ রান করে রান আউট হন। আলিয়া রিয়াজ কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও বেশি বড় স্কোর করতে পারেননি। ৯৬ রানে ষষ্ঠ উইকেট পড়ে। ১৮ রান করে রান আউট হন আলিয়া রিয়াজ। এরপর ৯৭ রানে পড়ে সপ্তম উইকেট। ৮ রান করে ফতেমা সানা আউট হন শেফালি ভার্মার বলে। ৯৭ রানেই অষ্টম উইকেট পড়ে পাকিস্কানের। খাতা না খুলে রাধা যাদবের বলে আউট হন ডায়না বেইগ। এরপর ৯৯ রানে পরপর দুটি উইকেট পড়ে ও অলআউট হয় পাকিস্তান। শূন্য রানে রান আউট হন তুবা হাসান ও ২ রান করে রাধা যাদবের বলে আউট হন কাইনাত ইমতিয়াজ। ভারতের টার্গেট ১০০ রান।