England vs Australia: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে ৩৫৮ রান করে হ্যারি ব্রুক ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও, দশটি ইনিংসে মাত্র দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

England vs Australia: অ্যাশেজ সিরিজে শোচনীয় পরাজয়ের পর, ইংল্যান্ড টেস্ট দলের সহ-অধিনায়ক হ্যারি ব্রুকের জন্য এবার বড় ধাক্কা। অ্যাশেজের আগে নিউজিল্যান্ড সফরের সময় মদ্যপ অবস্থায় নাইট ক্লাবে ঢোকার চেষ্টা এবং বাউন্সারদের সঙ্গে হাতাহাতির ঘটনায় চুক্তির নিয়ম ভাঙার জেরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ব্রুককে ৩০,০০০ পাউন্ড জরিমানা করেছে (england vs australia)। 

ইংল্যান্ড দলের জন্য লজ্জাজনক ছিল

তবে এই ঘটনার পর, ব্রুক নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আগামী মাসে শুরু হতে চলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে তিনি অধিনায়ক হিসেবেই দায়িত্বে থাকবেন। তবে ব্রুক স্বীকার করে নিয়েছেন যে, তাঁর এই আচরণ ব্যক্তিগতভাবে এবং ইংল্যান্ড দলের জন্য লজ্জাজনক ছিল।

বিতর্কিত ঘটনাটি ঘটে গত ১ নভেম্বর ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগের দিন। অতিরিক্ত মদ্যপান করে নাইট ক্লাবে ঢোকার চেষ্টা করলে ব্রুককে সেখানকার বাউন্সাররা বাধা দেন। এরপর ব্রুক এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং পরে যা হাতাহাতিতে পরিণত হয়। 

যদিও সেই ঘটনায় কেউ আহত না হলেও, ব্রুক নিজেই দলের সিকিউরিটি অফিশিয়ালদের গোটা বিষয়টি জানান। এরপর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ব্রুককে সতর্ক করে দেয়। পরদিন, তৃতীয় একদিনের ম্যাচে, ২ উইকেটে পরাজিত হয় ইংল্যান্ড এবং সেইসঙ্গে, তিন ম্যাচের একদিনের সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।

আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ

এরপর আবার অ্যাশেজ সিরিজ চলাকালীন ইংল্যান্ডের ক্রিকেটারদের অতিরিক্ত মদ্যপান নিয়ে বিতর্ক তৈরি হয়। ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে ৩৫৮ রান করে হ্যারি ব্রুক ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও, দশটি ইনিংসে মাত্র দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। 

তবে এই বিতর্কের মাঝেও সাদা বলের অধিনায়কত্ব ধরে রাখা ব্রুক, আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলের সঙ্গে ১৯শে অক্টোবর শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।