সংক্ষিপ্ত

ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) তৃতীয় টি২০ (T20)ম্য়াচ। প্রথমে ব্য়াট করে ১৪৬ রান কর দাসুন শানাকার (Dasun Shanaka) দল। ১৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় রোহিত শর্মার (Rohit Sharma) দল।
 

ওয়েস্ট ইন্ডিজ (West India) পর এবার শ্রীলঙ্কা (Sri Lanka)। ফের হোয়াইট ওয়াশ করল টিম ইন্ডিয়া (Team India)। সিরিজের প্রথম দুটি ম্য়াচ জিতে আগেই ট্রফি ঘরে তুলেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শেষ ম্য়াচে লক্ষ্য ছিল একশো শতাংশ জয়। তাও সাফল্যের সঙ্গে করে দেখাল রোহিত শর্মার (Rohit Sharma)দল। ম্য়াচে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভার ১৬ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন দাসুন শানাকা (Dasun Shanaka)। ৩৮ বলে ৭৪ রান করেন তিনি। ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছিলেন আবেশ খান। রান তাড়া করতে নেমে ফের অনবদ্য ইনিংস খেলেন শ্রেয়স আইয়র (Shreyas Iyer) । ৪৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ২২ রান করেন রবীন্দ্র জাদেজা, ২১ রান করেন দীপক হুডা ও ১৮ রান করেন সঞ্জু স্যামসন। শেষ পর্যন্ত ১৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া।

 

 

এদিন টস জিতে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু প্রথম ওভারেই মহম্মদ সিরাজের বলে খাতা না খুলেই আউট হয়ে যান দনুষ্কা গুণাথিলাকা। পরের ওভারেই  ১ রান করে আভেশ খানের বলে আউট হন পাথুম নিসাঙ্কা। দলের ১১ রানে তৃতীয় উইকেট পড়ে। আভেস খানের দ্বিতীয় শিকার হন চারিথ আসালঙ্কা। ৪ করেন তিনি। এরপর চতুর্থ  ২৯ রানের মাথায় ৯ রান করে আউট হন জানিথ লিয়াঙ্গে। রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হন তিনি। এরপর ইনিংসের রাশ কিছুটা ধরেন অধিনায়ক দাসুন শানাকা ও চারিথ আসালঙ্কা। দুজন মিলে ৩১ রানের পার্টনারশিপ করেন। ৬০ রানে পঞ্চম উইকেট পড়ে শ্রীলঙ্কার। ২২ রান করে হার্শল প্য়াটেলের বলে আউট হন দীনেশ চান্দিমল। ৬০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়ার পর রাশ ধরেন চামিকা করুণারত্নে ও দাসুন শানাকা। একের পর এক আক্রমণাত্মক শট খেলেন শানাকা। অপরদিক থেকে অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়ে যান চামিকা করুণা রত্নে। নিজের অর্ধশতরানও পূরণ করেন শানাকা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান করে শ্রীলঙ্কা। ৩৮ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দাসুন শানাকা। ১২ রান  করে অপরাজিত থাকেন চামিকা করুণারত্নে। 

 

 

রান তাড়া করতে নেমে এদিন শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। দ্বিতীয় ম্য়াচেও ব্য়াট হাতে রান পাননি অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৫ রান করে দুষ্মান্তা চামিরার বলে আউট হন তিনি। ৬ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। এরপর ইনিংসের রাশ ধরেন সঞ্জু স্যামসন ও শ্রেয়স আইয়র। দুজনে মিলে ৪৫ রানের পার্টনারশিপ করেন। কিন্তু এদিনও বড় রান করে ব্যর্থ হন সঞ্জু। ৫১ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। ১৮ রান করে চামিকা করুণারত্নের বলে আউট হন সঞ্জু। এরপর দীপক হুডা এসে শ্রেয়সের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান। শ্রেয়স কিন্তু নিজের  ইনিংস চালিয়ে যান। একের পর এক আক্রমণাত্মক শট খেলতে থাকেন তিনি। ৮৯ রানে তৃতীয় উইকেট পড়ে ভারতের। ২১ রান করে লাহিরু কুমারার বলে আউট হন দীপক হুডা। ব্য়াট হাতে রান পাননি ভেঙ্কটেশ আইয়র। ৫ রান করে লাহিরু কুমারর দ্বিতীয় শিকার হন তিনি। এরপর রবীন্দ্র  জাদেজা ও শ্রেয়স আইয়র মিলে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যায়। নিজের অর্ধশতরানও পূরণ করেন শ্রেয়স। শেষ পর্যন্ত ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ২২ রানে অপাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ১৬ ওভার ৫ বলে জয় পেয়ে যায় টিম ইন্ডিয়া।