সংক্ষিপ্ত

এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরেরে ম্য়াচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত (India vs Sri Lanka)। ফাইনালের আশা জিইয়ে রাখতে গেলে এই ম্যাচ টিম ইন্ডিয়ার (Team India) কাছে ডু অর ডাই। জয় পেতে মরিয়া রোহিত শর্মা (Rohit Sharma) ও দাসুন শানাকার (Dasun Shanaka)দল। 
 

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কারের সুপার ফোরের প্রথম ম্যাচে হারের পর মঙ্গলবার ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। ধারে-ভারে শ্রীলঙ্কা দল ভারতের থেকে পিছিয়ে থাকলেও লঙ্কান লায়ন্সদের দলে এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পেরে। চিনে নিন শ্রীলঙ্কার দলের সেই ক্রিকেটারদের। 

পাথুম নিশাঙ্কা-
শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে যে ৫ জন ভারতী ক্রিকেট দলের জয়ে পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে তাদের মধ্যে অন্যতম হলেন পাথুম নিসাঙ্কা।  শ্রীলঙ্কার দলের ওপেনিং করেন তিনি। হাতে আক্রমণাত্মক শট রয়েছে নিসাঙ্কার। প্রয়োজনে ঠান্ডা মাথায় ধরে ক্রিকেটও খেলতে পারেন। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচে শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধেও বড স্কোর করার জন্য মুখিয়ে রয়েছছেন পাথুম নিসাঙ্কা।

কুশল মেন্ডিস-
শ্রীলঙ্কা দলের বর্তমান অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন কুশল মেন্ডিস। ওপেনিংয়ে নেমে ঝড়ে গতিতে রান তোলার জন্য সিদ্ধহস্তক তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ১৯ বলে ৩৬ রানের মারকাটারি ইনিংস খেলেছিলেন তিনি। মঙ্গলবার ভারতের বিরুদ্ধেও নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন কুশল মেন্ডিস।

দানুষ্কা গুনাথিলাকা-
বর্তমানে শ্রীলঙ্কা দলের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকা। ইনিংস ধরার পাশাপাশি দ্রুক গতিতেও রান করতে সক্ষম তিনি। আফগানিস্তানের বিরুদ্ধেও ২০ বলে ৩৩ রানের ইনিংস খেলেছিলেন।  এশিয়া কাপে ফাইনালে ওঠার লক্ষ্যে ভারতের বিরুদ্ধে আরও বড় ইিংস খেলাই লক্ষ্য  দানুষ্কা গুনাথিলাকার।

ভানুকা রাজাপক্ষ-
শ্রীলঙ্কা দলের অন্যতং বিধ্বংসী ব্যাটসম্য়ান ভানুকা রাজাপক্ষ। আইপিএল ২০২২-এও পঞ্জাব কিংস দলের হয়ে একাধিক মারকাটারি ইনিংস খেলেছেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচেও ১৪ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। প্রয়োজনে উইকেট কিপিংও করতে পারেন। ভারতের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠতে মরিয়া তিনি।

দাসুন শানাকা-
শ্রীলঙ্কা দলের নির্ভর যোগ্য ক্রিকেটার হলেন  অধিনায়ক দাসুন শানাকা।  মিডল অর্ডারে দলকে ভরসা দেন তিনি। তবে বিগত কিছু ম্যাচ ধরে নিজের সেরা ফর্মে নেই তিনি। তবে বড় ম্যাচে ভারতের বিরুদ্ধে অধিনায়কত্ব করে দলতে জয় এনে দেওয়ার পাশাপাশি বড় রান করতে মরিয়া শানাকা।

 

ওয়ানিন্দু হাসরঙ্গা-
বিশ্ন ক্রিকেটে এই মুহূর্তে যে কটি মিস্ট্রি স্পিনার রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন ওয়ানেন্দু হাসরঙ্গা। আইপিএলও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের  হয়ে এবছর  অনবদ্যো বোলিং করেছিলেন। নিজের দিনে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে একাই ধ্বংস করে দিতে পারেন তিনি। ভারতের বিরুদ্ধেও সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন হাসরঙ্গা।

তবে দুই দলের শক্তির বিচার করে ভারতীয় দলকে ক্রিকেট বিশেষজ্ঞরা এগিয় রাখলেও হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

আরও পড়ুনঃশ্রীলঙ্কার বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচ টিম ইন্ডিয়ার, জেনে নিন ভারতের রণনীতি থেকে ম্যাচ প্রেডিকশন

আরও পড়ুনঃশ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন , দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ