সংক্ষিপ্ত

প্রথম একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও ৩ উইকেটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক শিখর ধওয়ান।
 

প্রথম এক দিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে একতরফা ম্য়াচে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে কার্যত হারা ম্যাচে শ্রীলঙ্কার মুখের গ্রাস কেড়ে আনেন দীপক চাহার। রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজ ২-০ জিতে নেয় শিখর ধওয়ানের টিম ইন্ডিয়া। শুক্রবার তৃতীয় ও নিয়ম রক্ষার ম্য়াচে কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচে টস হারার পর তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক শিখর ধওয়ান।

সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচে একাধিক নতুন প্লেয়ারকে দলে সুযো দিয়েছে কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক শিখর ধওয়ান। ইশান কিষাণের জায়গায় জলে সুযোগ পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। এছাড়াও এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ক্রুণাল পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহারকে। সেই জায়গায় ভারতীয় দলে জায়গা পেয়েছেন নীতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, নবদীপ সাইনি, চেতন সাকারিরা। ভারতীয় দলে অভিষেক হওয়ায় খুশি রানা, গৌতম, সাকারিরা।

দ্বিতীয় ম্যাচ জয়ের পরই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে, তৃতীয় ম্য়াচে দলে একাধিক পরিবর্তন হতে চলেছে। এই সিরিজ এই তরুণ তুর্কীদের কাছে নিজেদের প্রমাণ করার লড়াই তা আগেই জানিয়েছিলেন রাহুল দ্রাবিড় সহ বিসিসিআই কর্তারা। টি২০ বিশ্বকাপের মূল দল বাছাইয়ের ক্ষেত্রেও এই সিরিজের দিকে নজর রয়েছে নির্বাচকদের। ফলে তরুণ ক্রিকেটাররা সীমিত সুযোগে নিজেদে প্রমাণ করতে চাইবে আজকের ম্যাচে।


YouTube video player