সংক্ষিপ্ত
আহমেদাবাদে (Ahmedabad) প্রথম একদিনের ম্য়াচে সহজ জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। দ্বিতীয় ম্য়াচে জয় পেতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। জয় পেতে বদ্ধপরিকর রোহিত শর্মা (Indian Cricket Team)ও কায়রন পোলার্ডের (Kieron Pollard)দল।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) তিন ম্য়াচের এক দিনের সিরিজে প্রথম ম্য়াচে ব্য়াটে বলে অনবদ্য পারফরমেন্স করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৬ উইকেটে সহজ জয় পেয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। যুজবেন্দ্র চাহল ও ওয়াশিংটন সুন্দরের স্পিনের ছোঁবলে তাসের ঘরের মতো ভেঙে পরেছিল ক্যারেবিয়ানদের ইনিংস। জবাবে ব্য়াট হাতে ঝড়ো ৬০ রানের ইনিংস খেলেন অধিনায়ক রোহিত শর্মা (Indian Cricket Team)। সঙ্গে ইশান কিশান, সূর্যকুমার যাদব ও দীপক হুডার মিলিত প্রয়াসে ৬ ওভার ১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় মেন ইন ব্লুরা। একইসঙ্গে ভারতীয় দলের হাজারতম একদিনের ম্য়াচ জিতে স্মরমীয় করে রাখে রোহিত শর্মার দল। বুধবার আহমেদাবাদে সিরিজের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হবে রোহিত শর্মা ও কায়রন পোলার্ডের (Kieron Pollard)। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ বাঁচাতে হ লে এই ম্য়াচ ডু অর ডাই। অপরদিকে, দ্বিতীয় ম্য়াচ জিতে সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া।
লক্ষ্য এক ম্য়াচ বাকি থাকতেই সিরিজ জয়-
দেশের মাটিতে সিরিজ শুরু হতেই ফের চেনা ছন্দে পাওয়া গিয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। দলে ফিরেই পারফর্ম করেছেন ওয়াশিংটন সুন্দরা। চাহলও ফের প্রমাণ করেছেন তার অপরিহার্যতা। মহম্মদ সিরাজ থেকে প্রসিদ্ধ কৃষ্ণাও পেস অ্যাটাকে ভরসা দিয়েছে কোচ অধিনায়ককে। তবে প্রথম ম্য়াচে ভারতীয় দলের ব্য়াটিং লাইনআপ খুব একটি পরীক্ষিত হয়নি। রোহিত শর্মা বড় রান পেলেও, বিরাট কোহলির অফ ফর্ম দেশের মাটিতেও অব্যাহত। ৮ রান করে আউট হন বিরাট। ব্য়াটে রান পাননি ঋষভ পন্থও। ওপেনিংয়ে সুযোগ পেয়েও বড় রানম করতে ব্যর্থ হয়েছেন ইশান কিশান। ঋতুরাজ গায়কোয়াড়ের অভিষেক কবে তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে দলের ব্য়াটিং লাইনআপের ভরসা রাখছেন কোচ রাহুল দ্রাবিড়। সব মিলিয়ে দ্বিতীয় ম্য়াচ জিতেই সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া।
ডু অর ডাই ম্য়াচ ক্যারেবিয়ানদের-
প্রথম ম্য়াচে ভারতীয় স্পিন অ্যাাকেরপ সামনে মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ দল। একমাত্র জেসন হোল্ডার ছাড়া ক্যারেবিয়ান ব্য়াটিং লাইনআপের প্রথম সারির ক্রিকেটাররে সকলেই বড় রান করতে ব্যর্থ হন। সাই হোপ, ব্র্য়ান্ডন কিং, ড্য়ারেন ব্রাভো, ব্রুকস. নিকোলাস পুরান, কায়রন পোলার্ড সকলেই সমস্যায় পড়েছে ভারতীয় বোলারদের সামলাতে। বোলিং লাইনআপেও একই দশা। ফলে দ্বিতীয় ম্য়াচে নামার আগে ব্য়াপক চাপে কায়রন পোলার্ডের দল। অনুশীলনে নিজেদের যাবতীয় ত্রুটি শুধরে নিয়ে দ্বিতীয় ম্য়াচে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ক্যারেবিয়ানরা। সিরিজে টিকে থাকতে হলে আহমেদাবাদে দ্বিতীয় জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজের। সেই লক্ষ্যেই নিজেদের সেরাটা দিতে মরিয়ায় পুরান, পোলার্ড, হোল্ডার, রোচরা।
ম্য়াচ প্রেডিকশন-
প্রথম ম্য়াচ কিছু খামতি থাকলেও যেভাবে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়েছে টিন ইন্ডিয়া তাতে দ্বিতীয় ম্য়াচেও এগিয়ে থেকে শুরু করবে রোহিত শর্মার দল। বিশেষ করে ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহলকে কতটা সামলাতে পারবে ক্যারেবিয়ানরা, তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে দ্বিতীয় ম্য়াচ জয়ের বিষয়ে টিম ইন্ডিয়াকেই ফেভারিট মানছে ক্রিকেট বিশেষজ্ঞরা।