সংক্ষিপ্ত
জিম্বাবোয়ে সফরে (Zimbabwe tour) কেন ভারতীয় দলে ক্রিকেট দলে (Indain Cricket Team)ফিরলেন না তারকা ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul)। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সহ অধিনায়ক।
কেএল রাহুল চোট মুক্ত হয়েছিলেন অনেক দিন আগেই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শুরু করে দিয়েছিলেন অনুশীলন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে দলেওো রাখা হয়েছিল। কিন্তু তার আগেই রাহুলের শরীরে থাবা বসায় করোনা ভাইরাস। যার কারণে আর ক্যারিবিয়ান সফরে যাওয়া হয়নি। তার জায়গায় শেষ মুহূর্তে দলে নেওয়া হয় সঞ্জু স্যামসনকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে কেলতে না পারলেও আশা করা হয়েছিল প্রস্তপতি সারার জন্য ও ছন্দে আসার জন্য জিম্বাবোয়ে সফর খেলবেন তিনি। কিন্তু জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত ভারতীয় দলে কেএল রাহুলের নাম না থাকা অবাক করে সকলকেই। কি কারণে খেললেন না রাহুল, তার শারীরিক অবস্থা কেমন তা নিয়ে কৌতুহল জাগে সকলের মনে। অবশেষে সকল প্রশ্নের উত্তর দিলেন কেএল রাহুল নিজেই।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কেএল রাহুল। সেখানেই তাকে নিয়ে ওঠ যাবতীয় কৌতুহলের জবাব দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন,'আমার শরীর এবং ফিটনেস নিয়ে দু'-একটা জিনিসের ব্যাখ্যা দিতে চাই। জুনে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে ফেরার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম। সম্পূর্ণ ফিট হওয়ার আগে কোভিডে আক্রান্ত হই।' এরপর রাহুল পোস্টে এও জানিয়েছেন তার যে আর দেশের হয়ে নামার জন্য তর সইছে না। তিনি লেখেন,'এর ফলে সুস্থ হওয়ার প্রক্রিয়া দু’সপ্তাহ পিছিয়ে যায়। এখন যত দ্রুত সম্ভব সুস্থ হওয়ার চেষ্টা করছি। জাতীয় দলের হয়ে খেলতে পারা যে কোনও ক্রিকেটারের কাছেই গর্বের ব্যাপার। নীল জার্সি পরে নামার জন্য তর সইছে না।' করোনা মুক্ত হওয়ার পর ফের নিজের ফিটনেস ট্রেনিং ও ব্যাটিং অনুশীলনও শুরু করেছেন রাহুল।
প্রসঙ্গত, আইপিএলের পর চোটের কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ও সহ অধিনায়ক কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি অধিনায়ক ছিলেন। প্রথম ম্য়াচের আগেই অনুশীলনে চোট পেয়ে ছিটকে যেতে হয় তাকে। চোট গুরুতর হওয়ায় অস্ত্রপচার করতে জার্মানিতে গিয়েছিলেন রাহুল। সঙ্গে গিয়েছিলেন তার বান্ধনী আথিয়া শেট্টিও। যার কারণে ইংল্যান্ড সফরে দলে যোগ দিতে পারেননি রাহুল। অপারেশনের পর ফিরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেন তিনি। নিজের ছন্দ ফিরে পাওয়ার জন্য এনসিএ-তে কঠিন ট্রেনিং শুরু করেন ভারতীয় দলের সহ অধিনায়ক। সেখানে তাকে অনুশীলনে বল করতে দেখা গিয়েছিল ঝুল গোস্বামীকেও। কিন্তু ওয়েস্ট সফরে যাওয়ার আগেই করোনা আক্রান্ত হন রাহুল। তারকা ক্রিকেটারের দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
জিম্বাবোয়ে সফরে ভারতীয় দল-
শিখর ধওয়ান, রুতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিশান, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেস খান, প্রাসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও দীপক চাহার।