সংক্ষিপ্ত
কমনওয়েলথ গেমস ২০২২ (Commonwealth Games 2022) -এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। জয় দিয়ে প্রতিযোগিতা শুরুর করার বিষয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত কউরের দল।
কমনওয়েলথ গেমস ২০২২ থেকে প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে মহিলা ক্রিকেট। বিশ্বমঞ্চে আরও একবার নিজেদের প্রমাণ লক্ষ্য়ে বার্মিংহ্যাম পারি দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কউরের নেতৃত্বে খেলবে মহিলা টিম ইন্ডিয়া। তবে প্রথম ম্য়াচেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে ভারত। হরমনপ্রীত কউরের দলের সামনে টি২০ ও একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। তবে নতুন অধিনায়কের নেতৃত্বে এযেন এক নতুন টিম ইন্ডিয়া। শরীরি ভাষাটাই বদলে গিয়েছে দলের ক্রিকেটারদের। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেও অনুশীলনের সময় অনেক বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছে ভারতীয় দলকে। একইসঙ্গে আক্রমণাত্মক মেজাজেই প্রতিযোগিতা খেলতে চায় টিম ইন্ডিয়া।
ম্যাচের আগের দিন অনুশীলনে নিজেদের সেরাটা উজার করা দিয়েছে ভারত। হার্লিম দেওল, জেমিমা রড্রিগেজ, শেফালি ভার্মা, স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউরদের অনুশীলনে ব্য়াট হাতে ছন্দে দেখিয়েছে। বল হাতে দলকে সাফল্য এনে দিতে প্রস্তুত রাজেশ্বরী গায়কোয়াড়, রেণুকা সিং, রাধা যাদব , পুণম যাদবরা। দল যে অজিদের বিরুদ্ধে আক্রমণাত্মক খুনে মেজাজে খেলবেন সেই কথা জানিয়ে দিয়েছেন হরমনপ্রীত কউর। প্রথম ম্য়াচে নামার আগে হরমনপ্রীত জানিয়েছেন,'শ্রীলঙ্কা সফরে দলের সকলকে নিয়ে একটা মিটিং করি। সেখানে দলকে জিজ্ঞেস করি যে, আমাদের কী ভাবে খেলা উচিত। পূজা খুব ভাল উত্তর দেয়। ও বলেছিল খুনে মেজাজে খেলব। এখন আমরা সে ভাবেই খেলার চেষ্টা করছি। ম্যাচে হোক বা অনুশীলনে, এটা নিয়েই কথা বলি আমরা। পূজা সব সময় এরকম অদ্ভুত ভাবনা নিয়ে আসে।'
কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারত রয়েছে‘এ’ গ্রুপে। ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, বার্বাডোজ ও পাকিস্তান। গ্রুপ‘বি’ তে রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২৯ জুলাই নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ৩১ জুলাই হরমনপ্রীতরা পাকিস্তানের মুখোমুখি হবেন। গ্রুপের শেষ ম্যাচে ৩ অগাস্ট বার্বাডোসের সঙ্গে খেলতে নামবে ভারত।
বার্মিংহাম ২০২২কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল-
হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক),শেফালি বর্মা,এস মেঘনা,তানিয়া স্বপ্না ভাটিয়া (ডব্লিউকে),ইয়াস্তিকা ভাটিয়া (ডব্লিউকে),দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়,পূজা বস্ত্রকার, মেঘনা সিং,রেণুকা ঠাকুর, জেমিমা রড্রিগস,রাধা যাদব, হারলিন দেওল,স্নেহ রানা।
স্ট্যান্ডবাই- সিমরন দিল বাহাদুর, রিচা ঘোষ এবং পুনম যাদব