সংক্ষিপ্ত

  • ৪১ বছরে পা দিলেন প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান
  • টুইটরে শুভেচ্ছার জোয়ার, জন্মদিনের শুভেচ্ছা প্রাক্তন সতীর্থদের
  • জ্যাককে শুভেচ্ছা জানালেন লক্ষ্মণ, হরভজনরা
  • বর্তমানেদের মধ্যে জাহিরকে শুভেচ্ছা পূজারা, ধাওয়ানের

ভারতের হয়ে ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে মাঠ দাপিয়েছেন বাঁ-হাতি পেসার জাহির খান। বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রাখার পাশাপাশি ভারতীয় পেস লাইন আপকে নেতৃত্ব দেওয়া। সবটাই ছিল দুরন্ত ছন্দের। সোমবারই প্রাক্তন ভারতীয় পেসার পারি দিলেন ৪১ বছর বয়সে। জন্মদিনে প্রাক্তন সতীর্থদের পাশাপাশি বর্তমানেদের শুভেচ্ছা বার্তায় ভরে গেল ভারতীয় দলের প্রিয় পেসার জ্যাকের টুইটর হ্যান্ডেল।

আরও পড়ুন, গম্ভীরের ক্রিকেট কেরিয়ারে নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তান পেসার ইরফান

ভারতের হয়ে ৯২টি টেস্ট সহ ২০০টি একদিনের ম্যাচ খেলেছেন জাহির খান। পাশাপাশি ২০১১ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম মূল কাণ্ডারি ছিলেন জাহির। প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় দলে নিজের যাত্রা শুরু করেছিলেন জ্যাক। আর সেই তারকা পেসারের জন্মিদেন তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিল ভারতীয় ক্রিকেট মহল। সোমবার জাহিরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন সতীর্থ হরভজন সিং, ভিভিএস লক্ষ্মণ, রবিচন্দ্রন অশ্বিন সহ শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা। একই সঙ্গে শুভেচ্ছায় ভাসিয়ে দিলেন জাহির খানের ভক্তরাও।

 

 

জাহিরকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা টুইট করে হরভজন লেখেন, 'সুইংয়ের রাজাকে শুভ জন্মদিন জানাচ্ছি। খুব ভালো কাটুক।' একই সঙ্গে জাহরিকে নিয়ে শিখর ধাওয়ান লেখেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা জ্যাক ভাইকে। সারা বছর খুব ভালো কাটুক সেই কামনা করছি। খুব ভালো থাকবেন।' পাশাপাশি এদিন জাহরিকে শুভেচ্ছা জানিয়েছেন অশ্বিন সহ পূজারা ও অন্যান্যরা। তাঁর প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণ ছবি পোস্ট করেল লেখেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক জন্মদিন। আগামী দিনে আরও ভালো হোক।'