সংক্ষিপ্ত

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে আইপিএল ২০২১ -এর ফাইনালে (IPL 2021 Final) বিরাট রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ওপেনার ঋতুরাজ গায়কোয়াড (Rituraj Gaikwad)। 

শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে আইপিএল ২০২১ -এর ফাইনালে (IPL 2021 Final) বিরাট রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ওপেনার ঋতুরাজ গায়কোয়াড (Rituraj Gaikwad)। আইপিএলের ইতিহাসে অরেঞ্জ ক্যাপ জয়ী সর্বকনিষ্ঠ ক্রিকেটার হলেন তিনি। ফাইনালের আগে চলতি মরসুমের অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে পাঞ্জাব কিংসের (Punjab Kings) কেএল রাহুলকে (KL Rahul)-কে টপকানোর জন্য ঋতুরাজের ২৪ রান দরকার ছিল। তিনি করেন ২৭ বলে ৩২। 

কেকেআর অধিনায়ক ইয়ন মর্গান এদিন টসে জিতে আগে চেন্নাইকে ব্যাট করতে ডেকেছিলেন। পাওয়ার প্লের মধ্যেই রাহুলের রান টপকে গিয়েছিলেন ঋতুরাজ। প্রসঙ্গত উল্লেখ্য আইপিএলের ইতিহাসে দেখা যায় যিনি অরেঞ্জ ক্যাপ জেতেন, তাঁর দল সাধারণত আইপিএল ট্রফি জেতে না। শুধুমাত্র একবার অন্যরকম ঘটেছিল। ২০১৪ সালে KKR রবিন উথাপ্পার (Rabin Uthappa) অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন, আবার আইপিএল জিতেছিল কেকেআর।

View post on Instagram
 

"

চলতি আইপিএ মরসুমে ঋতুরাজ গায়কোয়াড ৬৩৫ রানে থামলেন। তবে এদিন আরেকটু হলেই তাঁর এই কীর্তি স্থাপন হত না। তাঁর কাছ থেকে কমলা টুপি ছিনিয়ে নিতে যাচ্ছিলেন তাঁরই সিনিয়র ওপেনিং পার্টনার ফাফ ডু প্লেসিস। প্রোটিয়া তারকা আইপিএল এদিন ৫৯ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি মরসুম শেষ করলেন ৬৩৩ রানে, অর্থাৎ, ঋতুরাজের থেকে মাত্র ২ রান কম।

আরও পড়ুন - IPL 2021 - KKR'এর জার্সি ফেটে বেরোচ্ছে যৌবন, নারাইনের নতুন বউ-এর উষ্ণতায় ঘাম ঝরতে বাধ্য

আরও পড়ুন - নাতাশার আগে ফুলে ফুলে মধু খেয়েছেন হার্দিক পাণ্ডিয়া - কলকাতার মডেলের সঙ্গেও জড়িয়েছে নাম, দেখুন

আরও পড়ুন - IPL 2021, Eliminator - ৬বার খেলে ২বার চ্যাম্পিয়ন, জেনে নিন আইপিএল প্লেঅফ KKR-এর ইতিহাস

আইপিএলে এক মরসুমে সর্বোচ্চ রান সংগ্রাকারীকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। প্রথম বছরে এই পুরস্কার জিতেছিলেন অস্ট্রেলিয় ব্যাটার শন মার্শ। এই তালিকায় সচিন তেন্ডুলকর, ম্যাথু হেডেন, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, কেন উইলিয়ামসনদের মতো বিশ্ব ক্রিকেটের তাবড় তারকাদের নাম রয়েছে। 

YouTube video player