সংক্ষিপ্ত
শনিবার, আইপিএল ২০২১ (IPL 2021)-এর ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)-ks ৩৩ রানে পরাজিত করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ফের পয়েন্ট তালিকার ১ নম্বরে তলে গেল ডিসি।
অপ্রতিরোধ্য দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। শনিবার, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, আইপিএল ২০২১-এর ৩৬তম ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)-এর বোলিং আক্রমণের সামনে মাত্র ১৫৫/৬ রানেই আটকে গিয়েছিল দিল্লি। সকলেই ধরে নিয়েছিলেন চাপে পড়ে যাবে দিল্লি। কিন্তু, ক্রমশ শ্লথ হতে থাকা পিচে, দিল্লির বোলিং আক্রমণের সামনে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আরআর। ৫৩ বলে অপরাজিত ৭০ রান করে অধিনায়ক সঞ্জু স্যামসন একা লড়াই করলেও, বাকিদের থেকে প্রায় কোনও সাহায্য না পাওয়ায় ৬ উইকেট হারিয়ে ১২১-এর বেশি তুলতে পারল না তারা। ৩৩ রানে ম্য়াচ জিতে ফের লিগ টেবিলের ১ নম্বরে চলে গেল দিল্লি।
এদিন টসে জিতে দিল্লিকে আগে ব্যাট করতে ডেকেছিলেন আরআর অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। দিল্লির দুই ওপেনার পৃথ্বি শ এবং শিখর ধাওয়ানকে দ্রুত ফিরিয়ে দিয়েছিল আরআর-এর বোলাররা। শ্রেয়স আইয়ার (৩২ বলে ৪৩), ঋষভ পন্থ (২৪ বলে ২৪) এবং শিমরন হেতমায়ার (১৬ বলে ২৮)-এর লড়াই করলেও নিয়মিত উইকেট পড়ায় ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি দিল্লি ক্যাপিটালস। রাজস্থানের পক্ষে মুস্তাফিজুর রহমান (৪-২২-২), সাকারিয়া (৪-৩৩-২), কার্তিক ত্যাগী (৪-৪০-১), তেওয়াটিয়া (৩-১৭-১)-সহ রাজস্থানের প্রত্যেক বোলারই দারুণ পারফর্ম করেন।
"
বোলারদের সেই প্রদর্শনকে যোগ্য সঙ্গত দিতে পারলেন না আরআর-এর ব্যাটাররা। সঞ্জু স্যামসন ছাড়া তাদের ইনিংসে আর দুই অঙ্কের রান পেয়েছেন শুধু মহিপাল লোমরোর (২৪ বলে ১৯)। এছাড়া বাকিদের রান - ১,৫,৭,২,৯,২ - মোবাইল নম্বরের মতো।
এদিনও দুর্দান্ত বল করলেন দিল্লির পেসার নোকিয়া। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এছাড়া, আবেশ খান, আর অশ্বিন, কাগিসো রাবাডা, অক্ষর প্যাটেলরা ১টি করে উইকেট নিয়েছেন। রাজস্থানের অধিনায়ক সঞ্জু জানান, উইকেটের গতি ক্রমশ কমলেও, তা তাঁদের এই ব্যাটিং ব্যর্থতার কারণ নয়।