আইপিএল ২০২২ (IPL 2022) -এর আগে নতুন লুকে ধরা দিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করলেন আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি (Ahmedabad Franchise)অধিনায়ক। হার্দিকের নতুন হেয়ার কাট ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
শেষবার ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হয়ে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) প্রতিনিধিত্ব করেছেন গত বছর টি২০ বিশ্বকাপে (T20 World Cup)। সেখানেও বল না করে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলায় উঠেছিল প্রশ্ন। হার্দিক পুরোপুরি ফিট ছিলেন না বলেও দাবি করেছেন অনেকেই। তারপর থেকেই ভারতীয় দলের দরজা সাময়ীকভাবে বন্ধ রয়েছে তারকা অলরাউন্ডারের জন্য। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে দলের বাইরে ছিলেন হার্দিক। এমনিতেও চোট সমস্যায় দীর্ঘ দিন ধরে ভুগছেন তিনি। নিজেকে সুস্থ করে তুলতে কঠোর অনুশীলন সারছেন হার্দিক পান্ডিয়া। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) সামনে এসেছে। নিজেকে পুরোপুরি ফিরে পেতে ব্য়াটে-বলে বিধ্বংসী হয়ে উঠতে মরিয়া হার্দিক। এই সবকিছুই মধ্যেই নিজেক লকুস নিয়েও পরীক্ষা-নীরিক্ষা জারি রেখেছেন তিনি। সামনে এল হার্দিক পান্ডিয়ার নতুন লুকসের ছবি।
নিজের লুকস নিয়ে বরাবরই পরিবর্তন করে থাকেন হার্দিক পান্ডিয়া। বিশেষ করে হেয়ার কাটিংয়ের স্টাইল পরিবর্তন করতে খুবই পছন্দ করেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। সেই সকল ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন হার্দিক পান্ডিয়া। এবারও সামনে আইপিএল ২০২২ (IPL 2022) । তার আগে আরও একবার লুকস পরিবর্তন করলেন হার্দিক। সেই ছবিও নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন তারকা ক্রিকেটার। নতুন হেয়ার কাটিংয়ে (New Hair Style)মাথার দুপাশের চুল ছোট করে মাঝখানে বড় রেখেছেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের চুলের নতুন কায়দা পছন্দ করেছেন তার ফ্যান ফলোয়ার্সরা। সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুবই সক্রিয় হার্দিক পান্ডিয়া। নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

