সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস (DC vs RR)। দুই ম্য়াচই তাদের শেষ ম্য়াচে জয় পেয়েছে। আজকের ম্য়াচও ২ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনের দল।
শুক্রবার আইপিএল ২০২২-এর গুরুত্ববপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। এই মরসুমে দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থান। ৬টি ম্যাচে মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। দিল্লির বিরুদ্ধে ভালো রান রেটে জিততে পারলে লিগ শীর্ষে যাওয়ার হাতছানি রয়েছে রজস্থানের কাছে। অপরদিকে ফর্ম ওঠা নামা করলেও গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কামব্যাক করেছে ঋষভ পন্থের দল। একতরফা ম্য়াচে হারিয়ে জয়ে ফিরছে দিল্লি ক্যাপিটালস। বর্তমানে ৬টি ম্যাচের মধ্যে তিনটিতে জিতে লিগ টেবিলের ষষ্ঠস্থানে রয়েথে রাজধানীর দল। আজ জিততে পারলে লিগ টেবিলের আরও উপরে ওঠার সুযোগ থাকছে দিল্লির কাছে।
ছন্দ ধরে রাখতে বদ্ধপরিকর রাজস্থান রয়্যালস-
গুজরাট টাইটানসের বিরুদ্ধে হারলেও কেকেআরের বিরুদ্ধে লাস্ট ওভা থ্রিলারে দুরন্ত জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। ব্যাটিং লাইনআপে দলের একাধিক তারকা রানের মধ্যে থাকায় চিন্তা অনেকটাই কম টিম ম্যানেজমেন্টের। শেষ ম্যাচেও সেঞ্চুরি করেছেন জস বাটলার। রান পেয়েছেন দেবদূত পাড়িকল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়াররা। বোলিং লাইনআপে দুরন্ত ফর্মে রয়েছেন দুই স্পিনার। যুজবেন্দ্র চাহল হ্য়টাট্রিক সহ ৫ উইকেট নিয়েছেন কেকেআরের বিরুদ্ধে। প্রতিযোগিতার এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। রবিচন্দ্রন অশ্বিনও নিজের জাত বার বার চিনিয়েছেন। তবে পেস বোলিং লাইনআপে ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণাদের ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা গিয়েছে। তবে দিল্লির বিরুদ্ধে সেরাটা দিতে মুখিয়ে রয়েছে গোটা দল। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।
লড়াই দিতে প্রস্তুত দিল্লি ক্যাপিটালস-
দলে কোভিডের থাবা, ধারাবাহিকতার অভাব একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস দল। তবে শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে ঋষভ পন্থের দল। ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে দুরন্ত ফর্মে রয়েছে ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ। তবে ঋষভ পন্থ, রভম্য়ান পাওয়েল, ললিত যাদবদের মধ্যে ধারাবাহিকতার অভাব থাকলেও, রাজস্থানের বিরুদ্ধে সেরাটা দিতে মরিয়া সকলেই। পাশাপাশি বোলিং লাইনআপে দুরন্ত ছন্দে রয়েছে দিল্লি দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। এছাড়া ভালো বোলিং করছেন শার্দুল ঠাকুর, খালি আহমেদ, মুস্তাফিজুর রহমান। শেষ ম্য়াচে বল হাতে নজর কেড়েছেন ললিত যাদবও। সব মিলিয়ে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত দিল্লি।
পিচ রিপোর্ট-
দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়াংখেড়ে পিচ ব্যাটিং সহায়ক। এখানে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে রাতের খেলা হওয়ায় শিশির সমস্যা ম্যাচে বড় ভূমিকা নিয়ে থাকে। তাই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তই সঠিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ম্যাচ প্রডেকিশন-
দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। যারা একার হাতেই ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। তবে দুই দলের ব্য়াটি-বোলিং বিভাগের সামগ্রিক শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে দিল্লি থেকে রাজস্থানকে কিছুটা এগিয়ে রাখতেই হবে। সাম্প্রতিক ফর্মের নিরিখেও এগিয়ে রয়্যালসরা। তাই আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও সঞ্জু স্যামসনের দলেরর পক্ষেই বাজি ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃপর পুরুষের সঙ্গে বাথরুমে উদ্দাম যৌনতা, চরম অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়েছিলেন ওয়ার্নারের বউ
আরও পড়ুনঃবিবাহিত মহিলাদের সঙ্গে প্রেম ও বিয়ে, তালিকায় একাধিক আইপিএল তারকা ক্রিকেটার