দাপটের সঙ্গে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল ২০২২ চ্যাম্পিয়ন হল গুজরাট টাইটানস।
- Home
- Sports
- Cricket
- IPL 2022 Final Highlights- রাজস্থানকে হারিয়ে কোন পথে চ্যাম্পিয়ন হল গুজরাট, জানুন ম্যাচের সব আপডেট
IPL 2022 Final Highlights- রাজস্থানকে হারিয়ে কোন পথে চ্যাম্পিয়ন হল গুজরাট, জানুন ম্যাচের সব আপডেট
অবশেষে দীর্ঘ ২ মাসেরও বেশি সময়ের ২২ গজের লড়াইয়ের অবসান হতে চলেছে। ৭৩ টি ম্য়াচের পর আইপিএল ২০২২-এর মেগা ফাইনালে পৌছেছে দুই দল দল গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল ঘিরে চড়ছে পারদ। ঘরের মাঠে প্রথমবার আইপএল খেলেই গুজরাট ফাইনালে ওঠায় স্থানীয় ক্রিকেট প্রেমিদের বাধ ভাঙা উচ্ছ্বাস। গ্রুপ পর্বে লিগ টেবিলেও এক ও দুই নম্বর জায়গায় শেষ করেছিল গুজরাট ও রাজস্থান। মেগা ফাইনালে হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসনের দলের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা। প্লে অফের প্রথম ম্যাচে রাজস্থানকে হারিয়েই ফাইনালে পৌছেছিল হার্দিকরা। অপরদিকে আরসিবিকে দ্বিতীয় এলিমিনেটরে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে রয়্যালসরা। সব মিলিয়ে ফাইনালের মহারণে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
- FB
- TW
- Linkdin
আইপিএল ২০২২ চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস
১৭ ওভার শেষে ১২২ রান গুজরাট
আক্রমণাত্মক ব্যাটিং মিলারের। ১৭ ওভার শেষে ১২২ রান গুজরাট। ৩ ওভারে দরকার ৮ রান।
১৫ ওভার শেষে ৯৭ গুজরাট
ক্রিজে রয়েছেন ডেভিড মিলার ও শুবমান গিল । ১৫ ওভার শেষে ৯৭ গুজরাট ৩ উইকেট।
আউট হার্দিক পান্ডিয়া
৩৪ রান করে যুজবেন্দ্র চাহলের বলে আউট হলেন হার্দিক পান্ডিয়া। ৮৬ রানে ৩ উইকেট গুজরাট।
রানের গতি বাড়াচ্ছে হার্দিক-শুবমান
১২ তম ওভারে অশ্বিনের বলে একটি ছয় ও একটি চার মারলেন হার্দিক। ১২ ওভার শেষে ৭৭ রানে ২ উইকেট গুজরাট।
১০ ওভার শেষে ৫৪ রান গুজরাট
ঠান্ডা মাথায় পার্টনারশিপ গড়ছেন হার্দিক পান্ডিয়া ও শুবমান গিল। ১০ ওভার শেষে ২ উইকেটে ৫৪ গুজরাট।
৮ ওভার শেষে ৩৮
আটোসাঁটো বোলিং রাজস্থানের। ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক ও গিল। ৮ ওভার শেষে ৩৮ রানে ২ উইকেট গুজরাট।
পাওয়ার প্লে শেষে ৩১ রানে ২ উইকেট গুজরাট
নিজের প্রথম ওভারে ৬ রান দিলেন চাহল। একটি চার মারলেন গিল। ৬ ওভার শেষে ২ উইকেটে ৩১ গুজরাট।
আউট ম্যাথু ওয়েড
পঞ্চম ওভারে ফের উইকেট পড়ল রাজস্থানের। ৮ রান করে বোল্টের বলে আউট হলেন ম্য়াথু ওয়েড। ২৩ রানে ২ উইকেট গুজরাট।
চতুর্থ ওভারে বিশাল ছক্কা মারলেন ওয়েড
প্রসিদ্ধ কৃষ্ণা তৃতীয় ওভারে এল ১১ রান। একটি বিশাল ছয় মারলেন ওয়েড। ৪ ওভার শেষে ২২ রানে ১ উইকেট গুজরাট।
তৃতীয় ওভার মেডেন দিলেন বোল্ট
ভালো বোলিং করছে রাজস্থান। তৃতীয় ওভারে কোনও রান দিলেন না ট্রেন্ট বোল্ট। গুজরাট ১ উইকেটে ১১।
২ ওভার শেষে ১১ গুজরাট
সফল ওভার প্রসিদ্ধ কৃষ্ণার। ক্রিজে ম্যাথু ওয়েড ও শুবমান গিল। ২ ওভার শেষে ১ উইকেটে ১১ গুজরাট।
আউট ঋদ্ধিমান সাহা
প্রসিদ্ধ কৃষ্ণার বলে একটি চার মারার পর বোল্ড হলেন ঋদ্ধিমান সাহা। ৫ করলেন তিনি। ৯ রানে ১ উইকেট গুজরাট।
১ ওভার শেষে ৫ গুজরাট
প্রথম ওভারে গিলের ক্যাচ ফেললেন চাহল। শেষ বলে বোল্টকে চার মারলেন গিল। ১ ওভার শেষে ৫ গুজরাট
১৩০ করল রাজস্থান রয়্যালস
শেষ ওভারের শেষ বলে শামির বলে বোল্ড হলেন রিয়ান পরাগ। ৯ উইকেটে ১৩০ রান করল রাজস্থান রয়্যালস। গুজরাটের টার্গেট ১৩১ রান।
১৯ ওভার শেষে ১২৩ রাজস্থান
১৯ তম ওভারে ৩ রান দিলেন যশ দয়াল। ১২৩ রানে ৭ উইকেট রাজস্থান।
১৮ ওভার শেষে ১২০ রান রাজস্থান
ক্রিজে রিয়ান পরাগ ও ওবেড ম্য়াককয়। ১৮ ওভার শেষে ৭ উইকেটে ১২০ রাজস্থান।
আউট ট্রেন্ট বোল্ট
১৮ তম ওভারে সাই কিশোরের বলে একটি ছয় মেরে পরের বলে ফের মারতে গিয়ে আউট হলেন ট্রেন্ট বোল্ট। ১১ রান করলেন তিনি।
আউট আর অশ্বিন
সাই কিশোরের বলে ৬ রান করে আউট হলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৬ ওভারে ৯৮ রানে ৬ উইকেট রাজস্থান।
হার্দিকের তৃতীয় শিকার, আউট শিমরন হেটমায়ার
১৫ তম ওভারে হার্দিকের বলে দুটি চার মারলেও শেষ বলে কট অ্যান্ড বোল্ড আউট হলেন শিমরন হেটমায়ার। ফাইনালে ৩টি উইকেট নিলেন হার্দিক। ১৫ ওভার শেষে ৯৪ রানে ৫ উইকেট রাজস্থান।