11:44 PM (IST) May 29

আইপিএল ২০২২ চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস

দাপটের সঙ্গে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল ২০২২ চ্যাম্পিয়ন হল গুজরাট টাইটানস।

11:35 PM (IST) May 29

১৭ ওভার শেষে ১২২ রান গুজরাট

আক্রমণাত্মক ব্যাটিং মিলারের।  ১৭ ওভার শেষে ১২২ রান গুজরাট। ৩ ওভারে দরকার ৮ রান।

11:24 PM (IST) May 29

১৫ ওভার শেষে ৯৭ গুজরাট

ক্রিজে রয়েছেন ডেভিড মিলার ও শুবমান গিল । ১৫ ওভার শেষে ৯৭ গুজরাট ৩ উইকেট।

11:16 PM (IST) May 29

আউট হার্দিক পান্ডিয়া

৩৪ রান করে যুজবেন্দ্র চাহলের বলে আউট হলেন হার্দিক পান্ডিয়া। ৮৬ রানে ৩ উইকেট গুজরাট।

11:09 PM (IST) May 29

রানের গতি বাড়াচ্ছে হার্দিক-শুবমান

১২ তম ওভারে অশ্বিনের বলে একটি ছয় ও একটি চার মারলেন হার্দিক। ১২ ওভার শেষে ৭৭ রানে ২ উইকেট গুজরাট।

10:59 PM (IST) May 29

১০ ওভার শেষে ৫৪ রান গুজরাট

ঠান্ডা মাথায় পার্টনারশিপ গড়ছেন হার্দিক পান্ডিয়া ও শুবমান গিল। ১০ ওভার শেষে ২ উইকেটে ৫৪ গুজরাট।

10:49 PM (IST) May 29

৮ ওভার শেষে ৩৮

আটোসাঁটো বোলিং রাজস্থানের।  ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক ও গিল। ৮ ওভার শেষে ৩৮ রানে ২ উইকেট গুজরাট।

10:41 PM (IST) May 29

পাওয়ার প্লে শেষে ৩১ রানে ২ উইকেট গুজরাট

নিজের প্রথম ওভারে ৬ রান দিলেন চাহল। একটি চার মারলেন গিল। ৬ ওভার শেষে ২ উইকেটে ৩১ গুজরাট।

10:32 PM (IST) May 29

আউট ম্যাথু ওয়েড

পঞ্চম ওভারে ফের উইকেট পড়ল রাজস্থানের। ৮ রান করে বোল্টের বলে আউট হলেন ম্য়াথু ওয়েড। ২৩ রানে ২ উইকেট গুজরাট।

10:30 PM (IST) May 29

চতুর্থ ওভারে বিশাল ছক্কা মারলেন ওয়েড

প্রসিদ্ধ কৃষ্ণা তৃতীয় ওভারে এল ১১ রান। একটি বিশাল ছয় মারলেন ওয়েড। ৪ ওভার শেষে ২২ রানে ১ উইকেট গুজরাট।

10:24 PM (IST) May 29

তৃতীয় ওভার মেডেন দিলেন বোল্ট

ভালো বোলিং করছে রাজস্থান। তৃতীয় ওভারে কোনও রান দিলেন না ট্রেন্ট বোল্ট। গুজরাট ১ উইকেটে ১১।

10:19 PM (IST) May 29

২ ওভার শেষে ১১ গুজরাট

সফল ওভার প্রসিদ্ধ কৃষ্ণার। ক্রিজে ম্যাথু ওয়েড ও শুবমান গিল। ২ ওভার শেষে ১ উইকেটে ১১ গুজরাট।

10:17 PM (IST) May 29

আউট ঋদ্ধিমান সাহা

প্রসিদ্ধ কৃষ্ণার বলে একটি চার মারার পর বোল্ড হলেন ঋদ্ধিমান সাহা। ৫ করলেন তিনি। ৯ রানে ১ উইকেট গুজরাট।

10:13 PM (IST) May 29

১ ওভার শেষে ৫ গুজরাট

প্রথম ওভারে গিলের ক্যাচ ফেললেন চাহল। শেষ বলে বোল্টকে চার মারলেন গিল। ১ ওভার শেষে ৫ গুজরাট

09:54 PM (IST) May 29

১৩০ করল রাজস্থান রয়্যালস

শেষ ওভারের শেষ বলে শামির বলে বোল্ড হলেন রিয়ান পরাগ। ৯ উইকেটে ১৩০ রান করল রাজস্থান রয়্যালস। গুজরাটের টার্গেট ১৩১ রান।

09:48 PM (IST) May 29

১৯ ওভার শেষে ১২৩ রাজস্থান

১৯ তম ওভারে ৩ রান দিলেন যশ দয়াল। ১২৩ রানে ৭ উইকেট রাজস্থান।

09:43 PM (IST) May 29

১৮ ওভার শেষে ১২০ রান রাজস্থান

ক্রিজে রিয়ান পরাগ ও ওবেড ম্য়াককয়। ১৮ ওভার শেষে ৭  উইকেটে ১২০ রাজস্থান।

09:40 PM (IST) May 29

আউট ট্রেন্ট বোল্ট

১৮ তম ওভারে সাই কিশোরের বলে একটি ছয় মেরে পরের বলে ফের মারতে গিয়ে আউট হলেন ট্রেন্ট বোল্ট। ১১ রান করলেন তিনি। 

09:31 PM (IST) May 29

আউট আর অশ্বিন

সাই কিশোরের বলে ৬ রান করে আউট হলেন রবিচন্দ্রন  অশ্বিন। ১৬ ওভারে ৯৮ রানে ৬ উইকেট রাজস্থান।

09:25 PM (IST) May 29

হার্দিকের তৃতীয় শিকার, আউট শিমরন হেটমায়ার

১৫ তম ওভারে হার্দিকের বলে দুটি চার মারলেও শেষ বলে কট অ্যান্ড বোল্ড আউট হলেন শিমরন হেটমায়ার। ফাইনালে ৩টি উইকেট নিলেন হার্দিক। ১৫  ওভার শেষে ৯৪ রানে  ৫ উইকেট রাজস্থান।

Read more Articles on