সংক্ষিপ্ত
২৬ মার্চ আইপিএল ২০২২ (IPL 2022) -এর প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলছে কেকেআর বনাম সিএসকে (KKR vs CSK)। জয় দিয়ে মরসুম শুরু করাই লক্ষ্য রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও শ্রেয়স আইয়রের (Shreyas Iyer) দলের।
অবশেষে প্রতীক্ষার অবসান। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আর কিছু সময়ের অপেক্ষা। শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022) । কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (Kolkata Knight Riders vs Chennai Super Kings) ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ১৫তম মরসুম। গতবারের দুই ফাইনালিস্ট দলের দ্বৈরথ ঘিরে চড়তে শুরু করেছে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনার পারদ। শুরুর আগে সিএসকের অধিনায়ক পরিবর্তন সেই উন্মদনাকে আরও বাড়িয়েছে। ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। অপরদিকে নিলামে শ্রেয়স আইয়রকে (Shreyas Iyer)দলে নেওয়ার পর তাকেও অধিনায়ক ঘোষণা করেছে কেকেআর। ফলে দুই নতুন অধিনায়কের দ্বৈরথ আলাদা মাত্রা পেয়েছে।
গতবারের ফাইনালে হারের পর এবার নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে কেকেআর দল। ঠিক যেমনটা সাজানো হয়েছিল গৌতম গম্ভীরের সময়। তারপর ২০১২ ও ২০১৪ এক বছরের ব্যবধানে পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। কিন্তু কিন্তু সাত সাতটি মরসুম কেটে গেলেও আর ট্রফির দেখা নেই কেকেআর শিবিরে। ফলে শ্রেয়স আইয়রের অধিনায়কত্বে নতুন করে ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে কলকাতা নাইট রাইডার্স দল ও সমর্থকরা। কতটা সফল হতে পারেন শ্রেয়স তার উত্তরতো ভবিষ্যৎ দেবে। তবে নতুন মরসুমে জয় দিয়ে শুরু করাই লক্ষ্য নাইট শিবিরের।
২৬ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কেকেআর। ৩০ মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবেন শ্রেয়স আয়াররা। ১ এপ্রিল ওয়াংখেড়েতে খেলা পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৬ এপ্রিল পুণের এমসিএ স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কলকাতা। ১০ এপ্রিল ব্রেবোর্ন স্টেডিয়ামে কলকাতার খেলা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১৫ এপ্রিল সেই মাঠেই নাইটদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ তারিখ ব্রেবোর্নেই রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে নামবেন শ্রেয়সরা। ২৩ এপ্রিল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গুজরাত টাইটানসের মুখোমুখি কেকেআর। ২৮ তারিখ ফের ওয়াংখেড়েতে ফিরবেন শ্রেয়সরা। দিল্লির বিরুদ্ধে খেলা কলকাতার। ২ মে সেখানেই রাজস্থানের বিরুদ্ধে খেলবে কেকেআর। ৭ তারিখ পুণেতে লখনউ, ৯ তারিখ ডিওয়াই পাটিলে মুম্বই, ১৪ মে ফের পুণেতে হায়দরাবাদ ও ১৮ মে ডিওয়াই পাটিলে লখনউয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্য়াচ খেলবেন শ্রেয়সরা। ২২ মে পঞ্জাব কিংস ও হায়দরাবাদের মধ্যে হবে গ্রুপের শেষ ম্যাচ। গ্রুপ পর্বে ১০ এপ্রিল ও ২৩ এপ্রিল গুজরাট ম্য়াচ দুপুরে এছাড়া কেকেআর সব ম্যাচ সন্ধে বেলায়।
কলকাতা নাইট রাইডার্সের লিগ পর্বের সূচি:-
১. ২৬ মার্চ: বনাম চেন্নাই (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
২. ৩০ মার্চ: বনাম আরসিবি (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
৩. ১ এপ্রিল: বনাম পঞ্জাব (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
৪. ৬ এপ্রিল: বনাম মুম্বই (পুণে, ৭টা ৩০)
৫. ১০ এপ্রিল: বনাম দিল্লি (ব্র্যাবোর্ন, ৩টা ৩০)
৬. ১৫ এপ্রিল: বনাম হায়দরাবাদ (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
৭. ১৮ এপ্রিল: বনাম রাজস্থান (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
৮. ২৩ এপ্রিল: বনাম গুজরাট (ডিওয়াই পাতিল, ৩টা ৩০)
৯. ২৮ এপ্রিল: বনাম দিল্লি (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১০. ২ মে: বনাম রাজস্থান (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১১. ৭ মে: বনাম লখনউ (পুণে, ৭টা ৩০)
১২. ৯ মে: বনাম মুম্বই (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
১৩. ১৪ মে: বনাম হায়দরাবাদ (পুণে, ৭টা ৩০)
১৪. ১৮ মে: বনাম লখনউ (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
প্রসঙ্গত, যথেষ্ট শক্তিশালী দল গড়েছে কেকেআর। নিলামের আগে কেকেআর মোট ৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছিল। তাঁরা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও বেঙ্কটেশ আইয়ার। তাঁরা ছাড়া নিলাম থেকে আরও ২১ জন ক্রিকেটারকে নিয়েছে কেকেআর। সব মিলিয়ে ২৫ জনের দল গড়ল তারা। মোট ৮৯ কোটি ৫৫ লক্ষ টাকা খরচ করেছে নাইট শিবির। নিলামের শেষে ৪৫ লক্ষ টাকা হাতে পড়ে রয়েছে তাদের। এক ঝলকে দেখে নিন কেকেআরের সম্পূর্ণ দল।
কলকাতা নাইট রাইডার্স (Kolkata knight Riders)-
রিটেন করা ক্রিকেটার –আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার
ব্যাটসম্য়ান: শ্রেয়াস আইয়ার (৭কোটি), অজিঙ্কা রাহানে (১ কোটি), রিংকু সিং (৫৫ লক্ষ), অ্যারন ফিঞ্চ (১.৫ কোটি), অভিজিৎ তোমর (৪০ লক্ষ), রমেশ কুমার (২০ লক্ষ), প্রথম সিং (২০ লক্ষ)
উইকেট রক্ষক: শেলডন জ্যাকসন (৬০ লক্ষ), স্যাম বিলিংস (২ কোটি), বাবা ইন্দ্রজিৎ (২০ লক্ষ)
অলরাউন্ডার: আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), নীতীশ রানা (৩.৪ কোটি), শিবম মাভি (৭.২৫ কোটি), মহম্মদ নবী (১ কোটি), অনুকূল রায় (২০ লক্ষ), চমিকা করুনারত্নে (৫০ লক্ষ), আমান খান (২০ লক্ষ)
স্পিনার: বরুণ চক্রবর্তী (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)
পেসার: প্যাট কামিন্স (১৫.৫ কোটি), উমেশ যাদব (২ কোটি), রাসিখ দার (২০ লক্ষ), টিম সাউদি (১.৫ কোটি), অশোক শর্মা (৫৫ লক্ষ)
আরও পড়ুনঃকেকেআর বনাম সিএসকে, আইিপিএল ২০২২-এর প্রথম ম্য়াচে এগিয়ে কোন দল, জানুন বিস্তারিত
আরও পড়ুনঃআইপিএল শুরুর দুদিন আগে ধোনি ধামাকা - ছেড়ে দিলেন সিএসকের অধিনায়কত্ব, বেছে নিলেন উত্তরসূরিও