সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI vs RCB)। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য ফাফ ডুপ্লেসির দল। প্রথম জয়ের খোঁজে রোহিত শর্মা ব্রিগেড। ম্য়াচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।

একটি দল হার দিয়ে আইপিএল ২০২২ অভিযান শুরু করলেও দুরন্তভাবে ঘুড়ে দাঁড়িয়ে পরপর দুটি ম্যাচে জয় পেয়েছে। অপর দল ৩টি ম্য়াচ খেলে ফেললেও এখনও পর্যন্ত জয়ের স্বাদ অধরাই থেকে গিয়েছে। আইপিএলের মেগা ম্য়াচে আজ সন্ধ্যা মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একদিকে জয়েক হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে ফাফ ডুপ্লেসির দল। শেষ দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর বিরাট কোহলি, দীনেশ কার্তিকরা। অপরদিকে এখনও ছন্দে ফিরে লক্ষ্যে রোহিত শর্মা, ইশান কিশানরা। রাতের খেলায় টস খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে হলেও জয় পেতে মরিয়া দুই দল। পুণের মহারাষ্ট্র ক্রিকেট  অ্য়াসোসিয়েশন স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট  প্রেমিরা। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ-
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশের ব্যাটিং লাইনে থাকতে চলেছেন ওপেনিংয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও তরুণ অনুজ রাওয়াত। মিডল অর্ডারে খেলবেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এরপর দলের শক্তি বাড়িয়ে আজকের ম্যাচে দলে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাারপর উইকেট রক্ষক ব্যাটসম্য়ান দীনেশ কার্তিক। লোয়ার মিডল অর্ডার ও দলে অলরাউন্ডার হিসেবে খেলবেন শাহবাজ আহমেদ  ও  ওয়ানিন্দু হাসরঙ্গা। আরসিবির স্পিন বিভাগের দায়িত্বও থাকছে এই দুই ক্রিকেটারের উপর। এছাড়া পেস অ্যাটাকে থাকছেন ডেভিড উইলি, হার্শল প্যাটেল ও মহম্মদ সিরাজ।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
অপরদিকে আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং লাইনআপের ওপেনিংয়ে থাকছেন দলের দুই তারকা রোহিত শর্মা ও ইশান কিশানের। এরপর মিডল অর্ডারে দেখা  যাবে ডিওয়াল্ড ব্রেভিস ও তরুণ ভারতীয় ব্য়াটসম্য়ান তিলক ভার্মাকে। এরপর গত ম্যাচে দুরন্ত পারফর্ম করা সূর্যকুমার যাদব। তারপর  দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলবেন কায়রন পোলার্ড, ও ফ্যাবিয়ান অ্যালেনকে। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকে খেলবেন মুরগান অশ্বিন। সঙ্গে থাকবেন ফ্যাবিয়ান অ্যালেন। পেস অ্যাটাকে  দেখা যাবে জসপ্রীত বুমরা, তাইমিল মিলস। এছাড়া থাকতে পারেন বাসিল থাম্পি। 

প্রসঙ্গত,রয়্যালল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। তবে এবার আইপিএলে দুই দলের ব্য়াটিং-বোলিং বিভাগের সার্বিক শক্তির তুলনা করলে মুম্বইয়ের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আরসিবি। তাদের আত্মবিশ্বাসও ভালো জায়গায় রয়েছে। টস গুরুত্বপূর্ণ বিষয় হলেও, আজকের ম্যাচে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের পক্ষেই বাজি ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃমুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি, শক্তি-দুর্বলতা থেকে কো দল জিততে পারে ম্যাচ, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃপরনে নাম মাত্র কাপড়, শরীরী আবেদনে দাদার জনপ্রিয়তাকেও দেন টেক্কা, চিনে নিন ঋষভ পন্থের বোনকে

আরও পড়ুনঃবিকিনি পরিহিত জলপরী, চিনে নিন প্য়াট কামিন্সের সুপার হট অ্যান্ড সেক্সি বান্ধবীকে