সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে রবিবার মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ (RCB vs SRH)। প্রথমে ব্য়াট করে ১৯৩ রান করল আরসিবি। ৭৩ রানে অধিনায়কোচিত ইনিংস ডুপ্লেসির। রান তাড়া করতে নেমে ১২৫ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স। ৫ উইকেট নেন হাসরঙ্গা।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের। কার্যত এক তরফা ম্য়াচে কেন উইলিয়ামসনের দলকে ৬৭ রানের বিশাল ব্যবধানে হারাল ফাফ ডুপ্লেসির দল। ম্য়াচে টস জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে ব্য়াঙ্গালোর। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক ডুপ্লেসি। এছাড়া ৪৮ রান করেন রজত পাতিদার, ৩৩ রান করেন গ্লেন ম্য়াক্সওয়েল, ৩০ রান করেন দীনেশ কার্তিক। সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নে জগদীশা সুচিত। রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১২৫ রানেই অলআউট হয়ে যায় সানরাইজার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন রাহুল ত্রিপাঠী। ২১ রান করেন আইডেন মার্করাম ও ১৯ রান করেন নিকোলাস পুরান। এছাড়া কোনও ব্য়াটসম্য়ান ১০ রানের গণ্ডি টপকাতে পারেনি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন ওয়ানিন্দু হাসরঙ্গা।
এদিন ব্য়াট করতে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। প্রথম ওভারের প্রথম বলেই জগদীশা সুচিতের বলে ক্যাচ আউট হন বিরাট কোহলি। এরপর আরসিবির ইনিংসের রাশ ধরেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও রজত পাতিদার। একের পর এক আক্রমণাত্মক শট খেলেন দুই ব্য়াটসম্যান। নিজের অর্ধশতরানও পূরণ করেন ফাফ ডুপ্লেসি। দ্বিতীয় উইকেটে শতরানের পার্টনারশিপও করে ফেলেন পাতিদার ও ডুপ্লেসি জুটি। ১০৫ রানে দ্বিতীয় উইকেট পড়ে আরসিবির। ৪৮ রানের অনবদ্য ইনিংস খেলে জগদীশা সুচিতের দ্বিতীয় শিকার হন রজত পাতিদার। এরপর ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। এসেই দ্রুত গতিতে রান তোলা শুরু করেন অজি তারকা। রানের গতিবেগ বাড়ান ফাফ ডুপ্লেসিও। ঝড়ের গতিতে নিজেদের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিরও পূরণ করেন। ১৫৯ রানে তৃতীয় উইকেট পড়ে আরসিবির। ৩৩ রানের নারকাটারি ইনিংস খেলে কার্তিক ত্যাগির বলে আউট হন গ্লেন ম্য়াক্সওয়েল। তারপর ক্রিজে এসে ৮ বল খেলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অপরদিকে শেষ পর্যন্ত ৫০ বলে ৭৩ রানের অপরজিত অধিনায়কোচিত ইনিংস খেলেন ফাফ ডুপ্লেসি। ১৯২ রানের বড় স্কোর করে আরসিবি।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দরাবাদ। দলের ও নিজের খাতা না খুলেই রান আউট হয়ে প্যাভেলিয়নে ফেরত যান কেন উইলিয়ামসন। প্রথম ওভারেই শূন্য রানে গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হন অভিষেক শর্মা। এরপর ইনিংসের রাশ কিছুটা ধরেন আইডেন মার্করাম ও রাহুল ত্রিপাঠী। দুজন মিলে অর্ধশতরানের পার্টনারশিপও করেন। বেশ কিছু অনবদ্য শট খেলেন দুজনে। ৫১ রানে তৃতীয় উইকেট পড়ে। ২১ রান করে ওয়ানিন্দু হাসরঙ্গার বলে আউট হন মার্করাম। এরপর ত্রিপাঠী ও নিকোলাস পুরান মিলে কিছুটা টানেন দলের ইনিংস। ৮৯ রানে চতুর্থ উইকেট পড়ে। ১৯ রান করে হাসরঙ্গার দ্বিতীয় শিকার হন পুরান। অপরদিকে নিজের শট খেলতে থাকেন রাহুল ত্রিপাঠী। ১০৪ রানে আউট হন জগদীশা সুচিত। ২ রান করে হাসরঙ্গার তৃতীয় শিকার হন তিনি। অপরদিকে নিজের অর্ধশতরান পূরণ করেন রাহুল ত্রিপাঠী। দলের ১১৪ রানে আউট হন ত্রিপাঠী। ৫৮ রান করে হ্য়াজেলউডের বলে আউট হন তিনি। এরপরই খাতা না খুলে হ্য়াজেলউডের দ্বিতীয় শিকার হন কার্তিক ত্যাগি। এরপর একই ওভারে শশাঙ্ক সিং ও উমরান মালিককে আউট করে নিজের ৫ উইকেট পূরণ করেন । ১২৫ শেষ উইকেট পড়ে। ৮ রান করে হার্শল প্য়াটেলের বলে আউট হন তিনি। ৬৭ রানে ম্য়াচ জিতে লিগ টেবিলের চতুর্থ স্থান ধরে রাখল আরসিবি।